কুষ্টিয়ার ৪টি আসনে যে সকল প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৫ ডিসেম্বর ২০২৩, ৫:০৭ পূর্বাহ্ণ
কুষ্টিয়ার ৪টি আসনে যে সকল প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে অংশ নেওয়া মনোনয়ন দাখিলকারীদের মধ্যে ১৭জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন দাখিলকারীদের মধ্যে ঋণ খেলাপি, এক শতাংশ ভোটারের স্বাক্ষর না মেলা ও শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল না করাসহ বিভিন্ন কারণে সোমবার (৪ ডিসেম্বর, ২০২৩) প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেন কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। এরমধ্যে কুষ্টিয়া-১ আসনে ৪ জন, কুষ্টিয়া-২ আসনে ৬ জন, কুষ্টিয়া-৩ আসনে ৪ জন এবং কুষ্টিয়া-৪ আসনে ৩ জন রয়েছে।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে এনপিপি’র প্রার্থী ফজলুল হক, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা।

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামরুল আরিফিন, এনপিপি’র প্রার্থী শাহেদুজ্জামান, সাম্যবাদী দলের প্রার্থী আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী শরিফুজ্জামান নবাব, স্বতন্ত্র প্রার্থী ইফতেখার মাহমুদ ও বিএনএম’র প্রার্থী শেখ আরিফুর রহমান।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী নাফিজ আহমেদ খান টিটু, তরিকত ফেডারেশনের প্রার্থী মেহেদী হাসান রিজভি, স্বতন্ত্র প্রার্থী রাকিবুজ্জামান ও বিএনএম’র প্রার্থী মোস্তফা কামাল।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আব্দুর রউফ, স্বতন্ত্র প্রার্থী খাইরুল ইসলাম ও জাকের পার্টির প্রার্থী ফারুক হোসেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.