থানাপাড়া সার্বজনীন পূজা মন্দিরের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা ও প্রার্থনা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৬ আগস্ট ২০২৩, ৫:৫৯ পূর্বাহ্ণ
থানাপাড়া সার্বজনীন পূজা মন্দিরের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা ও প্রার্থনা অনুষ্ঠিত

কুষ্টিয়া শহরের থানাপাড়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার(১৫ ই আগষ্ট, ২০২৩) আলোচনা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জীব জোয়ার্দারের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা দীপঙ্কর দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দির কমিটির প্রধান উপদেষ্টা ও থানাপাড়া ঈদগাহ কমিটির সভাপতি এবং কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আজগর আলী।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা আজগর আলী বলেন, ” বঙ্গবন্ধুর সরাসরি ভাষণ শোনার সৌভাগ্য হয়েছে, তার নেতৃত্বে উত্তরপাড়া দখলের পরিকল্পনা ও তা বাস্তবায়নের মাধ্যমে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি আমরা মুক্তিযোদ্ধারা। স্বাধীন দেশে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে বিশ্ব রাজনীতির কলঙ্কিত ইতিহাস রচনা করে ক্ষমতায় বসেছিলো বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহোচর সেজে থাকা খুনি মোশতাক। জিয়াউর রহমান পর্দার আড়ালে এ হত্যাকান্ডের সাথে যুক্ত ছিলো। সুযোগ বুঝে ক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট হিয়ে ইনডিমিনটি অধ্যাদেশ জারির মাধ্যমে খুনিদের ছেড়ে বিদেশে পুনর্বাসন করা হয়। আজ তারই পুত্র বিদেশের মাটিতে বসে দেশে ষড়যন্ত্র করে জ্বালাও পোড়াও করে আরেকটি ১৯৭৫ এর ১৫ আগষ্ট ঘটাতে চাই। আজ এউ মন্দির কমিটির আয়োজনে পবিত্র স্থানে বসে অঙ্গীকার করতে চাই প্রাণ থাকতে সে উদ্দেশ্য বাস্তবায়ন হতে দেবোনা। সর্বস্তরের সাধারণ জনগণকে রুখে দেবো আমরা। আপনারা আমার জননেত্রী, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা এবং পুরো পরিবারের জন্য প্রার্থনা করবেন, যেনো পুনরায় ভোটে জিতে প্রধানমন্ত্রীর শপথ নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সফলতা লাভ করে।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম তুষার, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল হক ধীমান, থানাপাড়া ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক আয়ুব হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ইসলামিয়া কলেজের প্রভাষক মো: শহিদুল ইসলাম, সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. পলল, থানাপাড়া তরুণ প্রজন্মের আহবায়ক মনিরুল ইসলাম সাকিব।

এছাড়াও উপস্থিত ছিলেন গড়াই ক্রীড়া সংসদের চেয়ারম্যান নকীব হাসান মান্তু, জেলা ছাত্রলীগের সাবেক উপ সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন শিমুল, মন্দির কমিটির সমাজকল্যাণ সম্পাদক অশোক কুমার বিশ্বাসসহ বলেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন