প্রায় ২৫ লাখ বাংলাদেশি প্রতিবছর ভারতে চিকিৎসা নেন

ভারতে উন্নত চিকিৎসা খরচ পৃথিবীর আনেক দেশের চেয়ে কম

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১২ আগস্ট ২০২৩, ৬:৫৪ পূর্বাহ্ণ
ভারতে উন্নত চিকিৎসা খরচ পৃথিবীর আনেক দেশের চেয়ে কম

ভারতে উন্নত চিকিৎসা খরচ বাংলাদেশের চেয়ে কম ও ভাল সেবা দেয় বলে অনেকের দাবি। জানা গেছে, ভারতে চিকিৎসা ও চিকিৎসার খরচ পৃথিবীর আনেক দেশের চেয়ে কম। অথচ ইউরোপ এবং আমেরিকার সমমানের উন্নত চিকিৎসা হয় ভারতে। যারাই ভারত গিয়েছেন চিকিৎসার জন্য, তাঁদের বেশিরভাগই ভারতীয় ডাক্তারদের চিকিৎসার ভূয়সী প্রশংসা করেন। চিকিৎসার জন্যে ভারত সেই অনেক আগে থেকেই বিখ্যাত একটি গন্তব্য। এর প্রধান কারন হল এখানে ইউরোপ এবং আমেরিকার সমমানের উন্নত চিকিৎসা পাওয়া যায়। কিন্তু খরচ হবে সেসব দেশের তুলনায় মাত্র দশ ভাগের একভাগ। 

এদিকে ভারতের হেলথ ট্যুরিজম ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরের মধ্যে ট্যুরিজম ট্রাভেল ৮৪ শতাংশ বেড়েছে। আপাতত ২০২১ সালের তথ্য যেটা বলছে, বছরে ২৪ লাখ ৭০ হাজার মেডিকেল ট্যুরিস্ট বাংলাদেশ থেকে ভারতে আসছে। শুধু বাংলাদেশ থেকে ভারতে আসা মানুষ মেডিকেল ট্যুরিজমে পাঁচ হাজার কোটি টাকার বেশি খরচ করে। এটা যারা মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছে তাদের তথ্য। এছাড়া অন্য ভিসাগ্রহীতারাও আছেন। ২০২০ সালে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশী নাগরিকদের মধ্যে ৫৪ দশমিক ৩ শতাংশই বাংলাদেশী ছিল। দ্বিতীয় ইরাকিরা, তাদের হার ৯ শতাংশ। এরপর আফগানিস্তান থেকে ৬ শতাংশ, মালদ্বীপ থেকে ৪ দশমিক ৫ এবং আফ্রিকার কয়েকটি দেশ থেকে গেছেন ৪ শতাংশ লোক।

ভারতে তুলনামূলক খুব কম খরচে ভারতে যে সকল চিকিৎসা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ক্যান্সার, লিভার, চোখ, নিউরোলজি ও হার্টের চিকিৎসা। চিকিৎসার উদ্দেশ্যে ভারত যাওয়া বাংলাদেশী রোগীরা সাধারণত চেন্নাই, মুম্বাই, নয়া দিল্লী, বেঙ্গালোর, ভেলর, হায়দ্রাবাদে যায়।

সূত্র মতে আরও জানা যায়, শুধু বাংলাদেশী রোগী নয়, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রোগী ভারতে চিকিৎসা নিতে আসেন। এ কথা অস্বীকার করার উপায় নেই যে ভারতীয় ডাক্তারগণ অনেক অভিজ্ঞ, আন্তরিক, সহানুভূতিশীল। এবং তাঁদের জ্ঞানের পরিধি অনেক অনেক বেশী। ভারতীয় ডাক্তাররা ডিগ্রী প্রাপ্তির পরেও প্রচুর পড়াশোনা করে থাকেন। যার কারণে নতুন রোগ ও তার প্রতিকার সম্পর্কে তাঁদের ভালো ধারনা থাকে।

সবচেয়ে বড় কারণ হল, ছোট হোক কিংবা বড়, ভারতীয় হাসপাতালের ডাক্তার এবং অন্যান্য সদস্যরা অনেক সততার সাথে রোগীদের সেবা দেন। রোগীদের চিকিৎসা খরচ কমানোর ব্যাপারেও তাঁরা নিজেরাই সচেষ্ট থাকেন। এছাড়াও ভারতের হাসপাতাল গুলো আধুনিক ও পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত। যার কারণে প্রায় সকল ধরনের চিকিৎসা হয় ভারতে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.