মিডিয়া তালিকাভুক্ত পত্র-পত্রিকার পরিসংখ্যান প্রকাশ
দেশে ডিএফপি’র আওতায় কুষ্টিয়ার ৯টিসহ সারাদেশে মোট ৭০৬ টি পত্রিকা
সরকার সারাদেশের মিডিয়া তালিকাভুক্ত পত্র-পত্রিকার পরিসংখ্যান প্রকাশ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের দেওয়া বৃহস্পতিবার (২৭ জুলাই, ২০২৩) তথ্য অনুযায়ী সারাদেশে মিডিয়া তালিকাভুক্ত পত্র-পত্রিকার সংখ্যা হচ্ছে ৭০৬ টি। এর মধ্যে সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলার ৯ টি পত্রিকার নাম রয়েছে। এই তথ্যের মধ্যে দেশের সকল সরকারি মিডিয়া তালিকাভুক্ত পত্র-পত্রিকার নাম, প্রচার সংখ্যা ও নির্ধারিত বিজ্ঞাপন হার প্রকাশ করেছেন।
তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপপরিচালক চৌধুরী সাহেলা পারভীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছেন। যেখানে প্রচার সংখ্যা অনুযায়ী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে উল্লেখিত পত্রিকার সরকারি বিজ্ঞাপন হার পূনঃনির্ধারিত করা হয়েছে।
এতে সারাদেশে মিডিয়া তালিকাভুক্ত দৈনিক পত্রিকা ঢাকা থেকে প্রকাশ হয় ২৭৪ টি ও ঢাকার বহিরের জেলা থেকে রয়েছে ৩০৩ টি মোট দেশে দৈনিক পত্রিকার সংখ্যা ৫৭৭টি। এছাড়া সাপ্তাহিক পত্রিকা ঢাকাসহ সারাদেশে ৯১ টি, পাক্ষিক ১৩ টি, মাসিক ২৪ টি ও ত্রৈ-মাসিক পত্রিকা ১ টিসহ সারাদেশে মিডিয়া তালিকাভুক্ত সর্বমোট ৭০৬ টি পত্রিকা রয়েছে। এর মধ্যে ৮ম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নকারী পত্রিকার সংখ্যা ঢাকাতে ১০১ টি বাংলা, ২৩ টি ইংরেজিসহ মোট ১২৪ টি এবং ঢাকা ব্যতিত সারাদেশে বাংলা ৬১ টি পত্রিকা রয়েছে। চিত্রে দেখাযায় সারাদেশে ৮ম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নকারী পত্রিকার সংখ্যা রয়েছে ১৮৫ টি।
এছাড়াও সূত্রমতে, কুষ্টিয়া জেলা থেকে প্রকাশিত সরকারি ডিএফপি তালিকাভুক্ত যে ৯ টি পত্রিকার (দৈনিক) নাম, প্রচার সংখ্যা ও নির্ধারিত বিজ্ঞাপন হার প্রকাশ করা হয়েছে। ক্রমানুসারে এগুলো হচ্ছে- দৈনিক কুষ্টিয়া, দৈনিক বাংলাদেশ বার্তা, দৈনিক বজ্রপাত, দৈনিক আন্দোলনের বাজার, দৈনিক কুষ্টিয়ার কাগজ, দৈনিক দেশের বাণী, দৈনিক আজকের আলো, দৈনিক দেশতথ্য ও দৈনিক হাওয়া।
Leave a Reply