ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তকারীদের বিরুদ্ধে কুষ্টিয়ায় সাংবাদিক সমাজের প্রতিবাদ সমাবেশ
কুষ্টিয়ায় অনুষ্ঠিত সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে লালিত, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার সমথর্ক ঢাকা প্রতিদিন পত্রিকা বন্ধের অপচেষ্টাকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। বহু মানুষের রুটি রুজির প্রতিষ্ঠানটিকে চিরতরে বন্ধ করার পাঁয়তারায় সাংবাদিক সমাজ মুখ বুজে সহ্য করবে না। তাদের আগ্রাসী থাবার সমুচিত জবাব দিয়েই সাংবাদিকরা ঘরে ফিরবে।
জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন বন্ধ করে দিতে লুটেরা কাস্টমস কর্মকর্তা ড. তাজুল চক্রের ধারাবাহিক ষড়যন্ত্রের বিরুদ্ধে কুষ্টিয়ায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।
৮ম ওয়েজবোর্ডের আওতাভুক্ত পত্রিকা ঢাকা প্রতিদিন সুরক্ষাসহ দাপুটে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্হা গ্রহনের দাবিতে কুষ্টিয়া সাংবাদিক সমাজ এ প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। বুধবার বেলা ১১ টায় কুষ্টিয়া সদর থানা মোড়ের বক চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক প্রতিজ্ঞা সম্পাদক ও ঢাকা প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি নূরুন্নাহার সীমা। কুষ্টিয়ার মিডিয়া ক্লাবের সভাপতি দৈনিক বিজনেস ফাইল পত্রিকার সহ-সম্পাদক এস এস রুশদী পরিচালিত সাংবাদিক সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল আলম স্বপন, কুষ্টিয়া দর্পণের সম্পাদক মুজিবুল শেখ, বাংলাদেশ প্রেসক্লাবের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডাঃ আবদুল মান্নান, দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার উপদেষ্টা সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, দৈনিক সূত্রপাতের ভারপ্রাপ্ত সম্পাদক শেখ নাজমুল হোসেন, দৈনিক কুষ্টিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সোহেল রানা, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ঢাকা প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি নুরুজ্জামান পাভেল, মো. রাকিব হাসান, সেলিম রেজাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মিডিয়া বান্ধব আওয়ামীলীগ সরকারের আমলেই একশ্রেণীর আমলা-কামলা ধারাবাহিকভাবেই সাংবাদিক নীপিড়ন, নির্যাতন ও হয়রানির কর্মকান্ডে লিপ্ত রয়েছে। তারা সরকারের অতিদরদী সেজে গণমাধ্যমের টুটি চেপে ধরে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির সূচণা ঘটায়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ওই চক্র দেশ ও বিশ্বে শেখ হাসিনা ও আওয়ামীলীগকে স্বাধীন মতপ্রকাশ বিরোধী শক্তি হিসেবে পরিচিত করার পাঁয়তারায় লিপ্ত। সুপরিকল্পিত এ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বিএমএসএস‘সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করেন এবং সংগঠনসমূহের নেতা কর্মিরা সাংবাদিক সমাবেশে অংশগ্রহণ করেন।
Leave a Reply