বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা

দেশে নিবন্ধিত ৪১টি দলের সঙ্গে যোগ হচ্ছে আরও নতুন দুটি দল

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৭ জুলাই ২০২৩, ৫:১০ পূর্বাহ্ণ
দেশে নিবন্ধিত ৪১টি দলের সঙ্গে যোগ হচ্ছে আরও নতুন দুটি দল

বাংলাদেশে বর্তমানে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত দলের সংখ্যা ৪১টি। তাদের সঙ্গে আরও দুটি দল যোগ হতে যাচ্ছে। এই দুটি দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। ইসির নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়া কোনো দলের দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

দেশের নিবন্ধিত প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব প্রতীক রয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলো হচ্ছে – বাংলাদেশ আওয়ামী লীগ-নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)-ধানের শীষ, জাতীয় পার্টি-লাঙ্গল, জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ)- মশাল,বাংলাদেশ তরিকত ফেডারেশন-ফুলের মালা, ইসলামী ঐক্য জোট-মিনার, জাতীয় পার্টি (জেপি)-বাইসাইকেল, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-চাকা, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি-কাস্তে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-মোমবাতি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এল.ডি.পি)-ছাতা, বাংলাদেশ খেলাফত আন্দোলন-বটগাছ, বাংলাদেশ মুসলিম লীগ-হারিকেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-কুঁড়েঘর, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মই, জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি)-তারা, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি- হাতুড়ী, গণফোরাম-উদীয়মান সূর্য, গণতন্ত্রী পার্টি-কবুতর, জাকের পার্টি-গোলাপ ফুল, জাতীয় গণতান্ত্রিক পার্টি-হুক্কা, কৃষক শ্রমিক জনতা লীগ-গামছা, বিকল্পধারা বাংলাদেশ-কুলা, বাংলাদেশ কল্যাণ পার্টি-হাতঘড়ি, ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা, ন্যাশনাল পিপলস পার্টি-আম, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-গরুরগাড়ী, গণফ্রন্ট-মাছ, প্রগতিশীল গণতান্ত্রিক দল-বাঘ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ-গাভী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-চেয়ার, বাংলাদেশ খেলাফত মজলিস-রিক্সা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি-কোদাল, খেলাফত মজলিস-দেওয়াল ঘড়ি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদে-খেজুরগাছ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-টেলিভিশন, বাংলাদেশ জাতীয় পার্টি-কাঁঠাল, বাংলাদেশ মুসলিম লীগ (বি.এম.এল)- হাত (পাঞ্জা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)-ছড়ি।

এদিকে দেশে ২০২২ সালের মে মাসে নতুন দলের নিবন্ধন আবেদন চায় ইসি। তিন মাসের সময় দিলেও তাতে সাড়া না পেয়ে অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়। নির্ধারিত সময়ে ৯৩টি নতুন দল নিবন্ধন পেতে আবেদন করে। এরমধ্যে বাছাইয়ে পর শেষ পর্যন্ত টিকে থাকে ১২টি দল। সরেজমিন যে ১২টি দলের তথ্য যাচাই হয়, সেগুলো হলো— বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি- বিএসপি, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)। ইসির সর্বশেষ সিদ্ধান্তে ১২টি দলের মধ্যে দুটি প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। যাচাই–বাছাই শেষে রোববার (১৬ জুলাই) নির্বাচন কমিশনের বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, সব তথ্য উপাত্ত যাচাই বাছাই করে নিবন্ধনের জন্য দুটি দলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিয়েছে। তিনি বলেন, ২৬ জুলাইয়ের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে কারো কোনো আপত্তি আছে কি না জানা হবে। এরপর আপত্তি নিষ্পত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, মাঠ পর্যায়ে অফিস, কমিটি ও আইনগত বিষয় দেখা হয়েছে। এই দুটি দলের ক্ষেত্রে আমাদের জেলা, উপজেলা কমিটি পাওয়া গেছে। প্রাথমিক বাছাইয়ের পর ১২টি দলের মধ্যে ১০টি দলের আবেদন যাচাই করে মাঠ থেকে পাওয়া তথ্যের সঙ্গে গড়মিল পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.