কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

পরিবেশ উন্নয়নে কুষ্টিয়াকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে হবে:ডিসি সাইদুল ইসলাম

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৬ জুন ২০২৩, ২:০৬ পূর্বাহ্ণ
পরিবেশ উন্নয়নে কুষ্টিয়াকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে হবে:ডিসি সাইদুল ইসলাম

কুষ্টিয়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এ উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম। তিনি বলেন,পরিবেশ উন্নয়নে আগে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা কোথাও গেলে গ্লাসে পানি দিলে সেখানে জিজ্ঞেস করি পানির বোতল নেই? এভাবে প্লাস্টিক বোতলের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। অতিথিদের প্লেটে খাদ্য পরিবেশন না করে প্লাস্টিকের প্লেট, বাটি, গ্লাসে এবং প্লাস্টিকের প্যাকেটে খাবার পরিবেশন করা হয়। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

জেলা প্রশাসক আরও বলেন, আগে হাটে বাজারে মাছ, মাংস, লবন কলার পাতায় জড়িয়ে দিতো আর এখন পলিথিনে দেয়। এসব পলিথিনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আসুন আমরা কুষ্টিয়া থেকে শুরু করি। পরিবেশ উন্নয়নে কুষ্টিয়াকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. নবীনূর রহমান খান প্রমুখ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার। মুল আলোচক ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী বায়ো কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন