কুষ্টিয়ায় গুণীজন সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৩ জুন ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় গুণীজন সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘জাগ্রত সাহিত্য ও গুণীজন সম্মাননা’ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক, কবি, সাংস্কৃতিক সংগঠক ও সমাজ সেবক আবদুর রশীদ চৌধুরী। শুক্রবার রাতে জাগ্রত সাহিত্য পরিষদ কুষ্টিয়া জেলা কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিরা তাঁর হাতে এই পদক তুলে দেয়।

বৃহত্তর কুষ্টিয়া জেলার সাংবাদিকতার অগ্রপথিক আবদুর রশীদ চৌধুরী। প্রবীণ এই সাংবাদিক ১৯৪৫ সালের ১৬ নভেম্বর তৎকালীন নদীয়া তথা কু্ষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। পিআইবি প্রকাশিত সাংবাদিক অভিধানে কুষ্টিয়া জেলার একমাত্র জীবিত সাংবাদিক হিসেবে তাঁর নাম অন্তভূক্ত রয়েছে। এ অঞ্চলে সাংবাদিকতা ও সমাজসেবার ক্ষেত্রে আবদুর রশীদ চৌধুরী দীর্ঘ চার দশক ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তার সম্পাদিত দৈনিক বাংলাদেশ বার্তা এই অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সহ সকল ক্ষেত্রের অন্যতম প্রধান মুখপত্র হিসেবে দীর্ঘকাল ধরে এলাকার সাথে কাজ করে চলেছে। তিনি সাংবাদিকতার পাশাপাশি একজন কবি, সাংস্কৃতিক সংগঠক ও সমাজ সেবক হিসেবেও পরিচিত।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন