কুষ্টিয়ায় ‘জাগ্রত সাহিত্য ও গুণীজন সম্মাননা অনুষ্টিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৩ জুন ২০২৩, ৯:৪৮ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় ‘জাগ্রত সাহিত্য ও গুণীজন সম্মাননা অনুষ্টিত

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘জাগ্রত সাহিত্য ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম।

বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর রহমানের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা: এএফএম আমিনুল হক রতন, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু।

প্রধান আলোচকের বক্তব্য দেন জাগ্রত সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিহাব রিফাত আলম। এছাড়া আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. জহুরুল ইসলাম, নাটক বিভাগে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নাট্যকর মাসুম রেজা, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন জাগ্রত সাহিত্য পরিষদ কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি এসএম জামাল। পরে গুনীজন, রত্মগর্ভা মা, বিভিন্ন ক্যাটাগরিতে আদর্শ দম্পতিসহ সমাজসেবায় অবদান রাখায় সম্মাননা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন