মোহিনী মোহন বিদ্যাপীঠ বন্ধুমহলের উদ্যোগে ম্যাথ জিনিয়াস শিক্ষক নিজাম উদ্দীনের সংবর্ধনা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৯ মে ২০২৩, ২:৪৫ অপরাহ্ণ
মোহিনী মোহন বিদ্যাপীঠ বন্ধুমহলের উদ্যোগে ম্যাথ জিনিয়াস শিক্ষক নিজাম উদ্দীনের সংবর্ধনা

শিক্ষকদের বলা হয় ‘মানুষ গড়ার কারিগর’। তাদের হাত ধরেই আজ কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়র, কেউ বিজ্ঞানী আবার কেউ তাদের থেকে অনুপ্রাণিত হয়ে নিজে শিক্ষকতা করছেন। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে শিক্ষক জীবনের ২৭টি বছর কেটে গেছে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটির ২৭টি বছর ধরে প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে সংগ্রাম করেছেন। বলছিলাম সেই ম্যাথ জিনিয়াস সদ্যবিদায়ী শিক্ষক মো. নিজাম উদ্দীনের কথা।

শুক্রবার (১৯ মে) বাদ আসর কুষ্টিয়ার লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর সাথে এক মতবিনিময় শেষে সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন কুষ্টিয়া মোহিনী মোহন বিদ্যাপীঠ বন্ধুমহল।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান মজনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কুষ্টিয়া আলাউদ্দিন আহমেদ স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক আরিফুল ইসলাম’সহ আরো অনেকে।

ম্যাথ জিনিয়াস সদ্যবিদায়ী শিক্ষক নিজাম উদ্দিন বলেন, ‘একজন শিক্ষকের জন্য পরম পাওয়া একজন ছাত্রকে মানুষ হিসেবে গড়ে তোলা। আমি শিক্ষার্থীদের আমার সন্তানের মতো দেখেছি। সংবর্ধনা এ ক্ষণে আমি অভিভূত। আমার ছাত্ররা দেশের কল্যাণে নিবেদিত হয়েছে।’ সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলেননি কুষ্টিয়া মোহিনী মোহন বিদ্যাপীঠ বন্ধুমহলে।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে কর্মরত রয়েছেন। তাঁরা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন।

উক্ত অনুষ্ঠানে আরো অনেকের উপস্থিত থাকার কথা থাকলেও জেলার বাহিরে কর্মরত থাকায় তাঁরা উপস্থিত না হতে পেরে দুর থেকে চলমান অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে ম্যাথ জিনিয়াস সদ্যবিদায়ী শিক্ষক নিজাম উদ্দীনের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, মোহিনী মোহন বিদ্যাপীঠের বন্ধু মহলের জাফর উল্লাহ খান (তুষার), প্রকৌশলী বাদশা মামুনুর রশীদ (মামুন), প্রকৌশলী সেলিম, মুসা খান, সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, মোহিনী মোহন বিদ্যাপীঠের এসএসসি ৯৭ ব্যাচের মাসুদ পারভেজ রাসেল, ৯৫ এসএসসি ব্যাচের সুফি সাজিদুল ইসলাম ডালিম, সাইফুল ইসলাম (বাদশা), লতিফুল খবির কল্লোল, রাজিব আলী, জন খান, শেখ আরিফুজ্জামান, জাহিদুল, নজরুল ইসলাম, রাজু আহমেদ, জাহাঙ্গীর আলম। তরিকুল ইসলাম, ৯৫ এসএসসি ব্যাচের অ্যাডভোকেট জাদু, ৯৪ এসএসসি ব্যাচের জিল্লুর রহমান।

মোহিনী মোহন বিদ্যাপীঠ বন্ধুমহলের উদ্যোগে ম্যাথ জিনিয়াস সদ্যবিদায়ী শিক্ষক নিজাম উদ্দীনের সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া মোহিনী মোহন বিদ্যাপীঠ এর বন্ধুমহলের ৯৯ এস এসসি ব্যাচের সামরুজ্জামান (সামুন), ৯৪ এসএসসি ব্যাচের আবু সাঈদ সজল, ৯৪ এসএসসি ব্যাচের ইশতিয়াক সুমন, ৯৪ এসএসসি ব্যাচের এ কে সবুজসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.