রাজবাড়ী জেলার পাংশায় বৃষ্টির সাথে পড়লো পাঁচ কেজির শিল

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৯ এপ্রিল ২০২৩, ৫:০১ অপরাহ্ণ
রাজবাড়ী জেলার পাংশায় বৃষ্টির সাথে পড়লো পাঁচ কেজির শিল

রাজবাড়ী জেলার পাংশায় বৃষ্টির সাথে পাঁচ কেজি ওজনের একটি শিল পড়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে পাংশা উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় বৃষ্টির সাথে বিশাল আকৃতির এই শিলটি পড়ে।

স্থানীয়রা জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টির কিছু সময় পরে হঠাৎ চান্দুর মোড় এলাকায় বিশাল বড় একটি শিল পড়ে। উৎসুক জনতা শিলটিকে ওজন দিলে দেখা যায়, এর ওজন পাঁচ কেজি। এ ঘটনায় পাংশাজুড়ে চলছে নানা আলোচনা। স্থানীয়রা বলছেন, এত বড় শিল তারা আগে কখনও দেখেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ। তিনি বলেন, বিষয়টি আমি শোনার পর আমাদের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে দেখেছে সেটি শিল। তবে ওই ঘটনায় কোনো ক্ষতি বা কেউ হতাহত হয়নি। এছাড়াও আর কোন কোন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে, ফসলের কোনো ক্ষতি হয়েছে কিনা তা জানার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন