কুষ্টিয়ায় ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার উদ্বোধন করলেন ভারতীয় হাই কমিশনার ও মাহাবুব-উল আলম হানিফ এমপি

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৬ এপ্রিল ২০২৩, ২:১৯ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার উদ্বোধন করলেন ভারতীয় হাই কমিশনার ও মাহাবুব-উল আলম হানিফ এমপি

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার উদ্বোধন হয়েছে। এখন থেকে ভারতীয় ভিসার জন্য কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার ভিসা প্রত্যাশীরা এখানেই ভারতীয় ভিসার জন্য এপ্লিকেশন করতে পারবেন।

আজ রবিবার (১৬ এপ্রিল,২০২৩) বিকেলে কুষ্টিয়া জেলা পরিষদ ভবনে এই ভিসা এপ্লিকেশন সেন্টার এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার মি: প্রণয় ভরমা ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি।

এসময় ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও পারস্পারিক সহযোগিতার ওপর জোর দিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, আগামীতে এই সম্পর্ক আরো গভীর হবে।
প্রণয় ভার্মা আরো বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দুই দেশের মানুষ আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ ও ভারতের উন্নয়নের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে।

কুষ্টিয়ায় ভারতীয় সেন্টার চালু হওয়ায় অত্যন্ত খুশী জানিয়ে প্রণয় ভার্মা বলেন, কুষ্টিয়ায় ভিসা সেন্টার চালুর এ অনুষ্ঠানে থাকতে পেরে আমি অত্যন্ত খুশী। সময়ের সাথে সাথে আরো সুবিধা যোগ হবে। এটি চলমান প্রক্রিয়া। ভারত ভ্রমণে আগ্রহী বাড়ার সাথে ভিসা প্রক্রিয়া আরো উন্নত হবে।

তিনি বলেন, ভিসা প্রক্রিয়ায় আমরা দিনদিন উন্নত করছি। ৫ থেকে ১০ বছর আগের সাথে তুলনা করে দেখলে বুঝতে পারবেন আমরা কতটুকু উন্নতি করেছি। আমরা আশা করি সামনের দিনে ভিসা প্রক্রিয়া আরো ভালো অবস্থায় পৌঁছবে।

অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, ভারত-বাংলাদেশ বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র। দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজমান।

তিনি বলেন, কুষ্টিয়া ভারতীয় ভিসা সেন্টার চালু করায় ভারতীয় হাইকমিশনার ও ভারতকে ধন্যবাদ। আগে ভারতের ভিসার জন্য যশোর অথবা রাজশাহী যেতে হতো। কুষ্টিয়ায় ভিসা সেন্টার চালু হওয়াতে আশপাশের ৫টি জেলার মানুষের সুবিধা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, সুযোগ্য পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিও সভাপতি হাজী রবিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.