কোভিড-১৯ সংক্রমণের উৎস নিয়ে বিতর্ক

চিনকে আবারও কোভিডের উৎস সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৯ এপ্রিল ২০২৩, ১:৩৯ পূর্বাহ্ণ
চিনকে আবারও কোভিডের উৎস সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

কোভিড-১৯ সংক্রমণ শুরুর তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু অতিমারির উৎস কী, তা নিয়ে বিতর্ক এখনও চলছে। ২০২০ সালের গোড়া থেকে বিশ্ব জুড়ে হু হু করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। এই ভাইরাস সংক্রমণের কারণে অনেক মৃত্যুও দেখেছে বিশ্ব। যার রেশ এখনও কাটেনি। এদিকে আবারও চিনের কাছে আর্জি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

কোভিডের উৎস কী, তা নিয়ে অনেক বেশি তথ্য রয়েছে চিনের হাতে! কিন্তু চিন সরকার সেই তথ্য গোপন করছে। একবার সাহস করে সত্যিটা বলুক চিন। বিশ্বের স্বার্থে, মানবজাতির স্বার্থে করোনা নিয়ে এবার প্রকৃত সত্যটা প্রকাশ করুক তারা। এমনটাই জানিয়ে বেজিংকে অবিলম্বে কোভিডের উৎস সংক্রান্ত সব প্রাসঙ্গিক তথ্য পাঠানোর দাবি তুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

হু বৃহস্পতিবার জানিয়েছে যে, নিশ্চিত ভাবে চিনের কাছে কোভিড সংক্রান্ত অনেক বেশি তথ্য রয়েছে যা কোভিডের উৎস সম্পর্কেও আলোকপাত করতে পারে। হু-প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসের কথায়, ‘‘চিনের কাছে যে তথ্য রয়েছে, তা হাতে না পেলে সব জল্পনা বা অনুমানের স্তরেই থেকে যাবে। কোনও বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না। হু-র কাজ কোভিডের উৎস সম্পর্কে সঠিক ধারণা তৈরি করা। সে কারণেই আমরা চিন সরকারকে এই বিষয়ে সহযোগিতা করতে বলেছি।’’ তিনি আরও যোগ করেন, ‘‘বেজিং যদি সমস্ত তথ্য সরবরাহ করে তা হলে আমরা জানতে পারব যে, ঠিক কী ঘটেছিল বা কী ভাবে এর উৎপত্তি।’’

হু-র প্রযুক্তিগত প্রধান মারিয়া ভ্যান কেরখোভ-ও বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘তথ্য ছাড়া কোভিডের উৎস সম্পর্কে সঠিক মূল্যায়ন করা এবং একটি সুনির্দিষ্ট উত্তর খুঁজে পাওয়া আমাদের পক্ষে খুব কঠিন। কিন্তু আমি নিশ্চিত যে চিনের বিজ্ঞানীরা এই নিয়ে অনেক বেশি গবেষণা করেছেন। সেই গবেষণা প্রাসঙ্গিক হতে পারে। আর সেই কারণেই আমরা চিন সরকারকে তথ্য পাঠাতে বলেছি।’’

২০২০ সালের গোড়া থেকে বিশ্ব জুড়ে হু হু করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। কোভিড-১৯ সংক্রমণ শুরুর তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু অতিমারির উৎস কী, তা নিয়ে বিতর্ক এখনও চলছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.