সূফী সম্রাট হযরত খাজা আহাম্মদ কওছার আলী (রঃ)এঁর ৮৫ তম ওরশ মোবারক

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৮ এপ্রিল ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ণ
সূফী সম্রাট হযরত খাজা আহাম্মদ কওছার আলী (রঃ)এঁর ৮৫ তম ওরশ মোবারক সূফী সম্রাট হযরত খাজা আহাম্মদ কওছার আলী (রঃ)এঁর মাজার

আউলিয়াগণ তাওহীদের সাগরে নিমজ্জিত থাকেন অতঃপর সৃষ্টিকর্তার প্রতি আসক্ত হয়ে তাঁরই ধ্যানে নিমগ্ন থাকেন। তাইতো আল্লাহর অলীদের আনুগত্য করা ওয়াজিব। অলি-আউলিয়াগণের সংস্পর্শে থেকে জ্ঞান চর্চার মধ্যদিয়ে প্রতিটি সাধারণ মানুষকে ইহকালে নিজেকে মহৎ ও সত্যের উপর প্রতিষ্ঠিত করতে অতঃপর পরকালের মুক্তির সাফল্যের স্রোতধারায় পৌঁছায়ে দিতে পারে।

বাংলাদেশে এমনই অনেক আউলিয়াগণের মধ্যে মহান সূফী সম্রাট হযরত খাজা দেওয়ান আহাম্মদ কওছার আলী চিশতী নিজামী ওরফে জিন্দাশাহ (রঃ) একজন। আজ এই মহান অলির ৮৫ তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক। দেশের জনপ্রিয় সূফীতত্ত্ব বিষয়ক বই ‘নেয়ামতে খোদা’-এর লেখক হযরত দেওয়ান আহমদ কাওছার আলী ওরফে জিন্দাশাহ(রঃ) হলেন হযরত খাজা মঈনুদ্দীন চিশতী আজমেরী(রঃ) সেলসেলার ও হযরত খাজা নিজাম উদ্দীন আউলিয়া(রঃ) গোরোর একজন মহান অলী।

প্রতি বছরে ন্যায় আজ ২৪শে চৈত্র (৮ই এপ্রিল, ২০২৩) শনিবার ৮৫ তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক। মানিকগঞ্জ হরিরামপুর ঝিটকা শরীফ (কলাহাটা আস্তানা) এবারও মাজার কমিটির পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ওরশ মোবারক উপলক্ষে আজ দিনভর কোরআন তেলওয়াত, আলোচনা সভা এবং বাদ মাগরিব থেকে ওয়াজ নসিওত ইফতারের আয়োজন করা হয়েছে। এছাড়াও মিলাদ, দরুদ পাঠ, জিকির, দোয়া ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হবে। এদিকে অনুষ্ঠানের আগে থেকেই মাজার প্রাঙ্গণে বসছে গ্রামীণ মেলা। নিয়মিত এবং জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হবে এই অনুষ্ঠান। সকল দর্শনার্থীদের উন্মুক্ত অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ জানিয়েছেন মাজার কমিটি।

এদিকে ভারত, মিশর, পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন স্থানের ন্যায় হযরত দেওয়ান আহমদ কওছার আলী চিশতী ওরফে জেন্দা শাহ(রঃ)র প্রথম খলিফা মানিকগঞ্জ মাচাইন শরীফের হযরত খাজা সোলেমান আলী শাহ আল-চিশতী(রঃ)এঁর প্রধান খলিফা কুষ্টিয়ার আধ্যত্মিক সাধক হযরত খাজা আবুল হোসেন শাহ আল-চিশতী(র.)এঁর অনুরাগী, আশেকান,আধ্যত্মিক সিদ্ধ আলেমগন আনুষ্ঠানিক ভাবে মানিকগঞ্জ ঝিটকা শরীফে উপস্থিত হয়েছেন। উল্লেখ্য, এই মহান অলীর আবির্ভাব ক্রমবয়ঃসিক ধারা, কর্মজীবন, গবেষণা, সূফীত্ত্বের মুল্যবান দলিল সমূহ এবং সর্বপরি তাঁর জীবনের প্রাপ্ত সমুদয় তথ্যাবলী হতে জানা যায়, মহান সূফী সম্রাট হযরত খাজা দেওয়ান আহাম্মদ কওছার আলী আল-চিশতী নিজামী ওরফে জিন্দাশাহ (রঃ) -এঁর নাম তাঁর ভক্তবৃন্দের বেশ কয়েকটি বিশেষ কারনে জিন্দাশাহ নামে কদর করে ডেকে আসছেন। আজও সেই চির নাম উজ্বল, চির ভাস্বর। তিনি ঝিটকা (কলাহাটা) জন্মগ্রহণ করেন। কর্মজীবন তিনি তাঁর হুজুরের আদেশে কলিকাতা কোর্টে কিছুদিন পাঙ্খাপুলার হিসেবে কর্মরত ছিলেন।পরে তিনি তাঁর ওস্তাদের নির্দেশে বাংলাদেশে এসে বাকীজীবন ইসলামের সত্যের বাণী প্রচার করে যান।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.