ইফতারী খাবার নিয়ে অসহায় দুস্থ্য, বিপন্ন মানুষের পাশে “কুষ্টিয়া উইমেন্স ক্লাব”
মানবপ্রেমই সকল ধর্মের মূল লক্ষ্য, মানবতাকে রক্ষা করা। মানবতার উৎকর্ষ সাধন করা। মানুষের জন্য নিবেদিত হওয়া। মানবসেবা মানবের কল্যাণে নির্মহভাবে কাজ করা, মানুষের প্রয়োজনে তার পাশে দাঁড়ানোই মানবতা। মানবিক গুন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনবোধ উৎকর্ষ করায় ধর্ম যাকে এক কথা বলে মানব ধর্ম।
৭ই এপ্রিল রোজ শুক্রবার বৈকাল ৪ ঘটিকার সময় কুষ্টিয়া শহরের অসহায়, দুস্থ্য ও বিপন্ন মানুষের পাশে পবিত্র সিয়াম- সাধনার রমজান মাসের ইফতারের খাবার বিতরণ করেন কুষ্টিয়া উইমেন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শিশু ও নারী সমাজ উন্নয়নের নিবেদিত প্রাণ, মানবতার স্বপ্নসারথী, মমতাময়ী মা “দৈনিক প্রতিজ্ঞা” পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার সীমা। কুষ্টিয়া উইমেন্স ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সত্য খবর পত্রিকার নির্বাহী সম্পাদক টপি বিশ্বাস, কুষ্টিয়া উইমেন্স ক্লাবের সম্মানিত উপদেষ্টা নারী বাতায়নের সভাপতি সাফিনা আনজুম জনি, সহ-সভাপতি অধ্যাপক দিলসাদ বেগম সাংবাদিক রাশিদা রীতা সহ কুষ্টিয়া উইমেন্স ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply