‘বঙ্গবাজারে ১০ তলা ভবন হওয়ার কথা ছিল, ব্যবসায়ীরা হাইকোর্টে সময় চাওয়ায় সম্ভব হয়নি’

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৬ এপ্রিল ২০২৩, ২:২৫ পূর্বাহ্ণ
‘বঙ্গবাজারে ১০ তলা ভবন হওয়ার কথা ছিল, ব্যবসায়ীরা হাইকোর্টে সময় চাওয়ায় সম্ভব হয়নি’

‘বঙ্গবাজারের পুরা জায়গায় একটি ১০ তলা ভবন হওয়ার কথা ছিল কিন্তু ব্যবসায়ীরা সময় চেয়ে হাইকোর্টে রিট করেছে এজন্য সেটা সম্ভব হয়নি।’ মঙ্গলবার (৫ এপ্রিল) বঙ্গবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণবাসনের বিষয়ে সিটি করপোরেশন যৌক্তিক সিদ্ধান্ত নেবে। আর ফায়ার সার্ভিসের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তদন্ত কমিটি গঠন করেছে। তারা এই ঘটনার কারণ ও করণীয় সম্পর্কে মতামত দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, যে সমস্ত মার্কেটে এমন ঝুঁকিপূর্ণ সেখান থেকে ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে ফেলবেন। রাজধানীর ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করে সিটি করপোরেশন দ্রুত ব্যবস্থা নেবেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.