মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুগারবিট চাষ করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিলর মিনিষ্ট্রি অব কমার্স এর যৌথ পরিচালিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার(২৮ শে মার্চ ২০২৩)কুমারখালী উপজেলায় কয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন “চিনির সমস্যা সমাধানে সুগারবিট চাষ বিষয়ক করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দেশবরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব অভি চৌধুরী,অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারাস অ্যাসোসিয়েশন (বাপমা) এর প্রতিষ্ঠাতা মোঃ আব্দুস সালাম প্রধান আলোচক কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বিশেষ অতিথি কুমারখালী রিপোর্টার্স ইউনিটের সভাপতি কেএম সিদ্দিকুর রহমান কুমারখালী উপজেলা শাখার সোনালী ব্যাংকের ম্যানেজার প্রসাদ বিশ্বাস সাংবাদিক গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস. এস রুশদী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক আবু দাউদ রিপন, কাঙ্গাল হরিনাথ সাংস্কৃতিক পরিষদের সভাপতি শিশির বিশ্বাস, বাউল লোককবি কাঙ্গাল ডাঃ মুজিবর, অনুষ্ঠান উপস্থাপন করেন তরুণ সাবার সেবক সংগঠক আরাফাত রহমান শামীম উক্ত অনুষ্ঠানে অত্র ইউনিয়নের একশত কৃষকদের মাঝে এই সুগারভিতের বীজ বিতরণ করা হয় বক্তারা বলেন, আখের বিকল্প সুগারবিট চাষের মাধ্যমে স্বল্প সময়ে সাফল্য অর্জনের সক্ষম এবং চিনি খাদ্যের চাহিদা পূরণ সহ বিদেশ থেকে আমদানিকৃত চিনি খাদ্যশস্যের উপর নির্ভরশীলতা কমবে। ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে সাবলম্বী ও দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এই যুগোপযোগী নতুন উদ্ভাবন সুগারবিট কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ও পদক্ষেপের জন্য সরকারি প্রজেক্ট প্রোগ্রামের আয়োজক হিসাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দদের এই মহতী উদ্যোগের জন্য কৃষক সমাজ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply