বঙ্গবন্ধুর সাংস্কৃতিক পরিষদ উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৮ মার্চ ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সাংস্কৃতিক পরিষদ উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ চাপড়া ইউনিয়ন শাখার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার (২৮ শে মার্চ ২০২৩) লালন একাডেমি সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য ও চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালন একাডেমীর এ্যাডহক কমিটির সদস্য মোঃ সেলিম হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা আজগর আলী, প্রধান আলোচক হিসেবে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভি চৌধুরী, উদ্বোধক হিসেবে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লালন একাডেমীর এ্যাডহক কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক মন্জু, কুষ্টিয়া উইমেন্স ক্লাবের সভাপতি দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার সম্পাদক, বিশিষ্ট নারী উদ্যোক্তা নুরুন্নাহার সীমা, বঙ্গবন্ধুর সাংস্কৃতিক পরিষদ কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব ও কুমারখালী পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক আবু দাউদ রিপন, লালন সংগীত চর্চা ও গবেষণা কেন্দ্রের সভাপতি সুফি সাজেদুল ইসলাম ডালিম, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস.এস রুশদী।

এ-সময় বক্তারা বলেন, বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রপ্রতিষ্ঠা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস, স্বাধীনতার ইতিহাস এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাথা গণবীরত্বের ইতিহাস। এছাড়াও সভায় সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক রাশিদা রীতা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ আব্দুস সালাম, মোঃ সেলিম রেজা, সাংবাদিক রফিক খান রাফি, সাংবাদিক রাজু আহমেদ রনি, লালন সংগীত চর্চা ও গবেষণা কেন্দ্র ও ভাব নগর সংগীত একাডেমীর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন