বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে চাঁদ উঠেছে।

বাংলাদেশে রোজা শুরু শুক্রবার, মধ্যপ্রাচ্যে রমজান শুরু বৃহস্পতিবার

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২২ মার্চ ২০২৩, ২:২৭ অপরাহ্ণ
বাংলাদেশে রোজা শুরু শুক্রবার, মধ্যপ্রাচ্যে রমজান শুরু বৃহস্পতিবার

বাংলাদেশের আকাশে বুধবার (২২ মার্চ) কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সূত্রে এই তথ্য জানা গেছে। ইফা জানায়, যেহেতু বুধবার চাঁদ দেখা যায়নি, সেহেতু বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার (২৪ মার্চ) থেকে।

এদিকে মধ্যপ্রাচ্যে আজ বুধবার (২২ মার্চ) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল (২৩ মার্চ) থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হবে। বুধবার সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার সংযুক্ত আরব আমিরাতের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.