কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিউটের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২২ মার্চ ২০২৩, ১২:১৮ অপরাহ্ণ
কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিউটের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি এই ভিশনকে সামনে রেখে কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ক্রেষ্ট প্রদান, ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিউটের নবীন বরণ ও বিদয় সংবর্ধনা – ২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পলিটেকনিক ইনিস্টিটিউট অধ্যক্ষ মো: মুনির হোসেন। তিনি তার বক্তব্যতে বলেন, “জাতীয় পর্যায়ে কুষ্টিয়া পলিটেকনিক কলেজের পাওয়ার ডিপার্টমেন্টন্ট সবচেয়ে উন্নত, এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা পেশাস্থলে সুনামের সাথে কাজ করছে, তোমরাও ভালো করবে”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ। সভাপতিত্ব করেন ‘মোঃ সৈয়দ আহসান আলী ও মোঃ সালাউদ্দিন্ন চিফ ইনস্ট্রাকটর ও বিভাগীয় প্রধান পাওয়ার টেকনোলজি। পাওয়ার টেকনলজির জন্য কাজ করে যাচ্ছি সুশিক্ষা গ্রহন করে কর্ম জীবনে সফল হও।

তিনি সকল নবীনদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি, বিদয়দের জন্য শুভকামনা জানিয়েছেন। এছাড়া, অনুষ্ঠানে শুরু থেকে সোহেল রানা নিপু, সাইফ হোসাইন সম্রাট, ঈশাত খান,তানভীর সহ সকল শিক্ষারথীরা বিশেষ ভূমিকা রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.