যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম ব্যাংকের পতন

যুক্তরাষ্ট্রের বৃহত্তম সিলিকন ভ্যালি ব্যাংক দেউলিয়া, গ্রাহকেরা বিপদে,সিইও পালিয়েছে!

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৮ মার্চ ২০২৩, ৪:৩৭ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের বৃহত্তম সিলিকন ভ্যালি ব্যাংক দেউলিয়া, গ্রাহকেরা বিপদে,সিইও পালিয়েছে!

সম্প্রতি দেউলিয়া হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) সদ্য-সাবেক প্রধান নির্বাহী (সিইও) পালিয়েছে! গত ১০ মার্চ ৪০ বছরের পুরোনো ব্যাংকটি বন্ধ করে দিয়ে তাদের সব আমানতের দায় নিজের হাতে তুলে নেয় যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা।

বলা হচ্ছে, ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম ব্যাংকের পতন এটি। এর ফলে গ্রাহকদের শত শত কোটি ডলার আটকে গেছে। এ ঘটনার নেতিবাচক প্রভাব পড়েছে গোটা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার ওপর। এসভিবির পতনের জেরে দরপতন হয়েছে বহু আর্থিক প্রতিষ্ঠানের, আতঙ্কে ভুগছেন বিনিয়োগকারীরা। অথচ যে প্রতিষ্ঠানের জন্য বিশ্বজুড়ে এমন চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার সদ্য-সাবেক সিইও গ্রেগ বেকার এখন আয়েশি সময় কাটাচ্ছেন হাওয়াই দ্বীপে। সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পরপরই স্ত্রীকে নিয়ে দ্বীপের বিলাসবহুল বাড়িতে পাড়ি জমান তিনি।

সম্প্রতি হাওয়াই দ্বীপে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের ক্যামেরায় ধরা পড়েছেন গ্রেগ বেকার ও তার স্ত্রী মেরিলিন বাউটিস্তা।
খবরে বলা হয়েছে, সিলিকন ভ্যালি ব্যাংকের গ্রাহকরা যখন জমা রাখা টাকা কবে ফেরত পাবেন আদৌ পাবেন কি না তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, তখন প্রতিষ্ঠানটির সাবেক বস হাওয়াইয়ে সাগরপাড়ের বাড়িতে বসে সূর্যের আলো গায়ে মাখছেন। যেন সব ঝামেলা তিন হাজার মাইল পেছনে ফেলে এসেছেন তিনি।

ডেইল মেইল জানিয়েছে, বেকার ও তার স্ত্রী মেরিলিন গত সোমবার (১৩ মার্চ) বিকেলে একটি কালো লিমুজিনে চড়ে সান ফ্রান্সিসকো বিমানবন্দরে যান। সেখান থেকে ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রথম শ্রেণির আসনে বসে হাওয়াইয়ে পৌঁছান। সেখানে ৩১ লাখ ডলারের একটি বাংলো বাড়ি রয়েছে তাদের। গত বুধবার এ দম্পতিকে শর্টস ও চপ্পল পরে দ্বীপের লাহাইনার রাস্তায় হাঁটতে দেখা গেছে।

৫৫ বছর বয়সী গ্রেগরি বেকার ২০১১ সালে সিলিকন ভ্যালি ব্যাংকের সিইওর দায়িত্ব নেন। গত ১৩ মার্চ বন্ধ হয়ে যাওয়ার আগপর্যন্ত এই পদে ছিলেন তিনি। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বাণিজ্যিক ব্যাংকটির পতনের জন্য বেকারকে দায়ী করছেন অনেকে। ব্যাংকটি বন্ধ হওয়ার কয়েক সপ্তাহ আগে বেকারের ৩৫ লাখ ৭০ হাজার ডলারের শেয়ার ক্যাশ আউট করার সিদ্ধান্তের বিষয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। সিএনবিসি জানিয়েছে, গত দুই বছরে সিলিকন ভ্যালি ব্যাংকের প্রায় তিন কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন সাবেক সিইও।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.