কুষ্টিয়া জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টের নিবন্ধন আরম্ভ
কুষ্টিয়া জিলা স্কুলের সাবেক ছাত্রদের উদ্যোগে ৪র্থ বারের মতো ঈদ পুনর্মিলনী ও সাবেক ছাত্রদের সম্মিলন উপলক্ষ্যে ৩দিনব্যাপি শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। যা ১৫ ই মার্চ, ২০২৩ ইং থেকে রেজিষ্ট্রেশন শুরু করা হয়েছে। মূলত স্কুল প্রাঙ্গনে শৈশব ও কৈশোরের স্মৃতি রোমন্থন ও সাবেক শিক্ষার্থীদের ব্যাচ গুলোর আত্মসম্পর্ক উন্নয়ন এবং ক্যারিয়ার ভিত্তিক নেটওয়ার্কিং বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সাল থেকে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে আশির দশকের সাবেক শিক্ষার্থী থেকে আরম্ভ করে ২০১৮ সাল অবধি প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে হৃদউৎফুল্ল পুনর্মিলন সৃষ্টির লক্ষে আসন্ন ২০২৩ ঈদ-উল-ফিতর এর ১ম, ২য় এবং ৩য় দিন দিবারাত্রি কুষ্টিয়া জিলা স্কুলের মাঠ প্রাঙ্গনে ব্যাচগুলোর ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, ৪র্থ আসরে ১৯৮০ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচভিত্তিক ক্রিকেট দলের জন্য আয়োজিত ২০২৩ সালের টুর্নামেন্টে নিবন্ধনের জন্য তারিখ চূড়ান্ত নির্ধারণ করা হয়েছে ২০২৩ সালের ১৫ ই মার্চ থেকে ৫ ই এপ্রিল পর্যন্ত।
নিবন্ধনের ফর্ম এবং যাবতীয় তথ্যের জন্য কেন্দ্রীয় সমবায় ব্যাংক প্লাজা ভবনের ২য় তলায় অবস্থিত ট্রাষ্ট কম্পিউটারের কার্যালয়ে জরুরি ভিত্তিতে SSC ২০০৫ ব্যাচের শিক্ষার্থী, ট্রাষ্ট কম্পিউটার এর স্বত্ত্বাধিকারী এবং দৈনিক দিনের খবর পত্রিকার পরিচালনা পর্ষদদের নির্বাহী বনি সিদ্দিকী ও এমএ মমিন সাথে যোগাযোগের অনুরোধ করা হলো। যোগাযোগ: 01716268843, 01721718218.
আয়োজক কমিটির সদস্য ও এস.এস.সি ২০০২ ব্যাচের প্রতিনিধি এবং মেরিন ফার্মেসী ও মেহেরজান ডাইনিং এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ক্যাভিয়াল নূর বাপ্পী জানান, ” প্রতি বছরের ন্যায় টুর্নামেন্টে স্বচ্ছতা জবাবদিহিতার বিষয়টি প্রাধান্য দিতে গতবছর থেকে প্রতিটি ব্যাচের প্রতিনিধি নিয়ে আয়োজক কমিটি করা হয়েছে, যেনো সকলের প্রাক্তন শিক্ষার্থী ব্যাচের সমান অংশীদারিত্বে ও দায়িত্ববোধ নিয়ে স্কুল প্রাঙ্গণে ভাতৃত্ববোধের জায়গা থেকে স্কুল প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে আয়োজন সফল হয়।
আয়োজক কমিটির সদস্য ও এস.এস.সি ২০০৪ ব্যাচের প্রতিনিধি এবং চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা শরিফুল ইসলাম রাকিব জানান, ” এবার টুর্নামেন্টের আসরে সকলের জন্য আয়োজনের সৌন্দর্য্য বৃদ্ধির চমক হিসেবে জাকজমক পূর্ণ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের পরিকল্পনা চলছে ”
আয়োজক কমিটির সদস্য ও এস.এস.সি ২০০৬ ব্যাচের প্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবক ও আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত সংগঠক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল জানান, ” টুর্নামেন্ট এর মূল উদ্দেশ্যে হলো ব্যাচভিত্তিক ব্যাক্তিগত ও সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি ক্যারিয়ার ভিত্তিক নেটওয়ার্কিং ডেভেলপমেন্ট। বিচারবিভাগ, নির্বাহী বিভাগ এবং পার্লামেন্টের বিভিন্ন স্তরে কুষ্টিয়া জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের খুজে বের করে তাদের নবীন স্নাতক স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীদের ক্যারিয়ারে সহায়তা দিবে, ভবিষ্যতে সকল ব্যাচের শিক্ষার্থী নিয়ে এলামনাই এসোসিয়েশন গঠনের মাধ্যমে তা সম্ভব হবে ”
৫ ই এপ্রিল ব্যাচ ভিত্তিক ক্রিকেট দল নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন শেষে অচিরেই প্রতি ব্যাচের ক্যাপ্টেনদের নিয়ে লটারির ভিত্তিতে সময়সূচি বা ফিচার নির্ধাধির হলে তা সকল নিয়মবলী সম্বলিত অফিশিয়াল চিঠির মাধ্যমে জানিয়ে দয়া হবে।
কুষ্টিয়া জিলা স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দ আসন্ন টুর্নামেন্টে অনুষ্ঠিতব্য ক্রিকেট উপভোগের জন্য কুষ্টিয়াবাসীকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।
Leave a Reply