রাফসানের মায়ের স্বপ্ন ডাক্তার হয়ে গরিব ও অসহায় মানুষের সেবা করবে

মোবাইল দূরে রেখে মেডিক্যালে ভর্তিযুদ্ধে প্রথম রাফসান

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৩ মার্চ ২০২৩, ২:৫৭ পূর্বাহ্ণ
মোবাইল দূরে রেখে মেডিক্যালে ভর্তিযুদ্ধে প্রথম রাফসান

মোবাইল ফোনের প্রতি কোনোভাবেই আমি আসক্ত ছিলাম না। আমি পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম। এইচএসসি পরীক্ষা শেষে কোচিং সেন্টারের কিছু তথ্য আদান প্রদানের জন্য মোবাইল ফোন ব্যবহার করতাম। বর্তমান জেনারেশন মোবাইল ফোনে আসক্ত হয়েছে।যার কারণে পড়াশোনার চেয়ে অন্য বিষয়ে মনোযোগী হয়ে পড়েছেন। কথাগুলো বলেন মেডিক্যাল ভর্তিযুদ্ধে দেশের ১ লাখ ৪০ হাজার পরীক্ষার্থীর মধ্যে প্রথম হওয়া রাফসান জামান।

চিকিৎসাবিজ্ঞানের পড়ার বিষয়ে রাফসান বলেন, ছোটবেলা থেকেই নিউরোসায়েন্স বিষয়ে আগ্রহ ছিল। তাই মেডিক্যালে চান্স পাওয়ার পর ভাবলাম, ছোটবেলার সেই আগ্রহের বিষয়টা বেছে নিই। তাই নিউরোসায়েন্সকে বেছে নিয়েছি। এ বিষয়ে আমি যতদূর সম্ভব পড়াশোনা করতে চাই।

রাফসানের বাবা শামসুজ্জামান বলেন,‘আমার ছেলে প্রথম হয়েছে শুনে আমি প্রথমে অবাক হয়েছি। খুব খুশি লাগছে,পড়াশোনার প্রতি একাগ্রতা এবং তার মনোযোগ তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে।’

রাফসানের মা বলেন, ছেলের সাফল্যে খুব আনন্দ হচ্ছে। আল্লাহ আমাকে পুরস্কৃত করেছেন। আমার ছেলে যাতে ভালো ডাক্তার হয়ে গরিব ও অসহায় মানুষের সেবা করতে পারে।

রাফসান জামানের বাড়ি রংপুর সদরে হলেও তিনি পরিবারের সঙ্গে থাকেন চট্টগ্রামে। রাফসানরা এক ভাই-এক বোন। বোন সাদিয়া চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক শেষ করেছেন। বাবা একেএম শামসুজ্জামান চাকরিজীবী ও মা কাউছার নাজনীন গৃহিণী।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.