কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি অ্যাড. দুলাল, সাধারণ সম্পাদক সাঈদ নির্বাচিত
বৃহস্পতিবার (২৩ শে ফেব্রুয়ারি ২০২৩)
জেলা আইনজীবী সমিতি, কুষ্টিয়ার বার্ষিক নির্বাচন ২০২৩-২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় আরম্ভ হয়ে সমাপ্ত হয় বিকাল সাড়ে ৩ টায়। দুই ঘন্টা বিরতীর পর গণনা আরম্ভ হয়। বাদ মাগরিব ভোট গণনা প্রক্রিয়া আরম্ভ হয় প্রথম ৭ টি পদে।
নির্বাচন কমিশন কতৃক বেসরকারি ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র অ্যাড. সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম দুলাল। তার প্রাপ্ত ভোট সংখ্যা (২৫৭)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হারুন-অর-রশিদ পেয়েছেন (১৫৫) ভোট।
সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবু সাঈদ। তার প্রাপ্ত ভোটের সংখ্যা (২৩০)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মেহেদী হাসান সিদ্দিকী পেয়েছেন (১৭০) ভোট। অ্যাড. কামরুল ইসলাম খোকন পেয়েছেন (০৯) ভোট।
সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র আইনজীবী অ্যাড. মো: তানজিলুর রহমান এনাম। তার প্রাপ্ত ভোটের সংখ্যা (২১৬)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনিয়র আইনজীবী অ্যাড. আব্দুল ওয়াদুদ পেয়েছেন (১৯৪) ভোট।
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন এস. এম মনোয়ার হোসেন মুকুল। তার প্রাপ্ত ভোট সংখ্যা (২২৪)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. শামসুজ্জামান মনি পেয়েছেন (১৮৩) ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাড. মো: হাসান রাজ্জাক রাজু নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা (২১৯)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো: ইকবাল হোসেন টুকু পেয়েছেন (১৯৫) ভোট।
কোষাধ্যক্ষ পদে পুনরায় নির্বাচিত হয়েছেন অ্যাড. এস. এম. শাতিল মাহমুদ। তার প্রাপ্ত ভোট সংখ্যা (২৬৩)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো: তোফাজ্জেল হোসেন পেয়েছেন (১৫০) ভোট।
গ্রন্থাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের সিনিয়র সদস্য অ্যাডভোকেট সোহেলী পারভীন ঝুমুর। তার প্রাপ্ত ভোটের সংখ্যা (২২৪)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. ওয়ালি-উল*বারী পেয়েছেন (১৮৭) ভোট।
সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাড. মো: আব্দুস সাত্তার (শাহেদ)। তার প্রাপ্ত ভোটের সংখ্যা (২৯৪)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো: শামীম হোসেন পেয়েছেন (১১৮) ভোট।
দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: আবদুল্লাহ আল মামুন মোহন। তার প্রাপ্ত ভোট সংখ্যা (৩৩০) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মোস্তাফিজুর রহমান পেয়েছেন (৮১) ভোট।
এছাড়াও সিনিয়র সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাড. মো: আক্তারুজ্জামান আক্তার, অ্যাড. মো: রাজীব আহসান রঞ্জু, অ্যাড. মো: নিজাম উদ্দিন ও অ্যাড আবু আজম এবং জুনিয়র সদস্য পদে অ্যাড. মো: আব্দুর রাজ্জাক, অ্যাড. উজ্জ্বল হোসেন, অ্যাড. মোকাদ্দেস আলী ও আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের যুগ্ম আহবায়ক অ্যাড. জমিরন খাতুন।
Leave a Reply