অস্ট্রেলিয়ার প্রত্যন্ত শহরে বৃষ্টির মধ্যে আকাশ থেকে ঝরছে অজস্র জ্যান্ত মাছ!

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১:৪৮ পূর্বাহ্ণ
অস্ট্রেলিয়ার প্রত্যন্ত শহরে বৃষ্টির মধ্যে আকাশ থেকে ঝরছে অজস্র জ্যান্ত মাছ! লাজামানুর আকাশ থেকে জ্যান্ত মাছ ঝরে পড়েছে বলে জানিয়েছেন আবহবিদরা। ছবি: টুইটার।

প্রবল বৃষ্টিতে আকাশ থেকে অঝোরে পড়ছে অজস্র জ্যান্ত মাছ। সম্প্রতি এমন কাণ্ডের সাক্ষী হল অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের প্রত্যন্ত শহর লাজামানু। যদিও আবহবিদদের মতে, আপাত ভাবে এ ধরনের ঘটনা অদ্ভুত মনে হলেও বিরল নয়।

আমেরিকার সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’ জানিয়েছে, ডারউইন শহর থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে লাজামাজুতে মঙ্গলবার ভারী বর্ষণ হয়েছে। ওই ঝড়জলের মধ্যে আকাশ থেকে ছোট ছোট জ্যান্ত মাছও ঝরে পড়েছে। সেন্ট্রাল ডেজ়ার্ট কাউন্সিলর অ্যান্ড্রিউ জনসন জাপানাংঙ্কা সংবাদমাধ্যমে বলেন, ‘‘মঙ্গলবার আমাদের এলাকায় ঝড়জলের তাণ্ডব চলে। তবে বৃষ্টি শুরু হতেই দেখি, ছোট ছোট জ্যান্ত মাছও আকাশ থেকে পড়ছে।’’ আকাশ থেকে জ্যান্ত মাছ পড়তে দেখে ঘরে রাখা যায়নি লাজামানুর কচিকাঁচাদের। অনেকেই সেগুলি ধরে কাচের বয়ামে বন্দি করেছে।
লাজামানুর আকাশ থেকে আগেও জ্যান্ত মাছ ঝরে পড়েছে বলে জানিয়েছেন আবহবিদেরা। তাঁদের দাবি, এর আগে ১৯৭৪, ২০০৪ এবং ২০১০ সালে এ ধরনের ঘটনার সাক্ষী ছিল এ শহর। তবে স্থানীয় বাসিন্দা ‘এবিসি নিউজ়’-কে পেনি ম্যাকডোনাল্ডের মতে, আশির দশকেও আকাশ থেকে জ্যান্ত মাছ পড়েছিল। সে দিনের কথা মনে করে তিনি বলেন, ‘‘আমি তখন স্কুলে চাকরি করি। এক দিন সাতসকালে ঘুম থেকে উঠে দেখি অবাক কাণ্ড! আমার বাড়ির আশপাশের রাস্তা ছোট ছোট জ্যান্ত মাছে ঢাকা পড়ে গিয়েছে।’’

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.