কুষ্টিয়া আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারপতি আবু জাফর সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৩ অপরাহ্ণ
কুষ্টিয়া আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারপতি আবু জাফর সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান

কুষ্টিয়া আইনজীবী সমিতির পক্ষ থেকে আজ (১২ই ফেব্রুয়ারী, ২০২৩) কুষ্টিয়ার কৃতিসন্তান বিচারপতি আবু জাফর সিদ্দিকীকে আপীল বিভাগের বিচারপতি নিয়োগ পাওয়ায় তাকে আইনজীবী সমিতির নতুন ভবনের হল রুমে সংবর্ধনা দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মিঠুর পরিচালনায় প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের নবনিযুক্ত মাননীয় বিচারপতি আবু জাফর সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শেখ আবু তাহের, বিচারপতি মহাদয়ের সহধর্মিণী ড. নার্গিস আফরোজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সকল সদস্য আইনজীবীগণ।

উপস্থিত আইনজীবীদের মধ্যে নবীন আইনজীবী অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল সংবাদ সংগ্রহকালীন প্রতিবেদককে বলেন, ” বিচারপতি আবু জাফর সিদ্দিকী শুধু কুষ্টিয়ার কৃতিসন্তান নন, তিনি সমগ্র দেশের সম্পদ, সততা ও পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সমিতির সদস্য হিসেবে আইন পেশা আরম্ভ করে উচ্চ আদালতে সুনামের সাথে আইন চর্চা করে তিনি আজ দৃষ্টান্ত স্থাপন করেছেন সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়ে৷ এছাড়াও তিনি পিলখানা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় ২৯ হাজার পৃষ্ঠা বাংলায় লিখে আইন অঙ্গনের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেন। তার উত্তরোত্তর সফলতা কামনা করি। আইনজীবীদের আইকন বিচারপতি আবু জাফর সিদ্দিকী, তার জীবনী থেকে শিখি”।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন