কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দুলাল-মেহেদী পরিষদের মনোনয়ন জমাদান

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৪ অপরাহ্ণ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দুলাল-মেহেদী পরিষদের মনোনয়ন জমাদান

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২৩/২৪ বর্ষের নির্বাচনের মনোনয়ন ফরম আজ (১২ই ফেব্রুয়ারি ২০২৩) জমা দেন বারংবার নির্বাচিত সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির সভাপতি, সাবেক পিপি ও জিপি, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম দুলাল এবং নারী ও শিশু আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মেহেদী হাসান সিদ্দিকীর পরিষদ।

দুলাল-মেহেদী পরিষদের পক্ষে তাদের প্যানেলের মনোনয়ন ফরম জমাদেন তাদের প্যানেলের আইনজীবীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়ার সিনিয়র – জুনিয়র আইনজীবীগণ৷ সিনিয়র সহ সভাপতি পদে অ্যাড. আব্দুল ওয়াদুদ হোসেন, সহসভাপতি অ্যাড. বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জাম মনি, যুগ্ম সম্পাদক পদে অ্যাড. হাসান রাজ্জাক রাজু, কোষাধক্ষ্য পদে অ্যাড. তোফাজ্জেল হোসেন, দপ্তর সম্পাদক পদে অ্যাড. মো আবদুল্লাহ আল মামুন (মোহন), সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. আব্দুস সাত্তার, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাড. অ্যাড. ওয়ালিউল বারী, সিনিয়র সদস্য পদে অ্যাড. কাজী সিদ্দিক আলী, অ্যাড. আবু আজম, অ্যাড. রাজীব আহসান রঞ্জু, অ্যাড. আকতারুজ্জামান জুনিয়র সদস্য পদে অ্যাড. মোকাদ্দেস হোসেন, অ্যাড. আব্দুর রাজ্জাক, অ্যাড. উজ্জ্বল হোসেন মনোনয়ন জমা দেন।

দুলাল-মেহেদী পরিষদে মনোনয়ন ফরম জমাদানের সময় উপস্থিত ছিলেন বোধদয়ের সভাপতি ও পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. লালিম হক, সাবেক নারী ও শিশু আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এবং সাবেক ছাত্রনেতা অ্যাড. আকরাম হোসেন দুলাল, কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামস তানিম মুক্তিসসহ অর্ধশত ভোটার ও আইনজীবীগণ।

সভাপতি পদে পুনরায় মনোনয়ন জমাদান করেন জেলা আইনজীবী সমিতির প্রাণপুরুষ নুরুল ইসলাম দুলাল, তিনি তার রানিং মেট হিসেবে বেছে নেন বাংলাদেশের আইন অঙ্গনের ঐতিয্যবাহী পরিবারের কনিষ্ঠ সদস্য অ্যাড. মেহেদী হাসান সিদ্দিকী। নির্বাচিত হলে এ যাবত কালের সর্বোচ্চ উন্নয়ন দৃশ্যয়ান করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন বলে অঙ্গীকার করেন অ্যাড. দুলাল ও মেহেদী সিদ্দিকী।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন