জনপ্রিয় অভিনেত্রীদের গহনা নিয়ে ভাবনা!
বাজুস ফেয়ারে ‘সেলিব্রেটিদের গহনা ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বাজুস ফেয়ার-২০২৩ শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ মেলা।
এ আয়োজনের প্রথমদিনে বৃহস্পতিবার বিকেল ৩টায় সেখানে ‘সেলিব্রেটিদের গহনা ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। যেখানে দেশের জনপ্রিয় অভিনেত্রীরা গহনা নিয়ে তাদের ভাবনা তুলে ধরেন। এ আয়োজনের প্রথমদিনে বৃহস্পতিবার বিকেল ৩টায় সেখানে ‘সেলিব্রেটিদের গহনা ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। যেখানে দেশের জনপ্রিয় অভিনেত্রীরা গহনা নিয়ে তাদের ভাবনা তুলে ধরেন।
‘সেলিব্রেটিদের গহনা ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় এ সেমিনারে বাজুসের পাবলিকেশনের মোড়ক উন্মোচনে অংশ নেন উপস্থিত ব্যক্তিরা।
সেমিনারের মূল অংশের উপস্থাপনা করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। তিনি অভিনেত্রী-কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনকে মূল প্রবন্ধ উপস্থাপন করতে আমন্ত্রণ জানান। এছাড়াও বাজুসের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
শোবিজ অঙ্গণের জনপ্রিয় তারকাদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন মেহের আফরোজ শাওন, অপু বিশ্বাস, পিয়া জান্নাতুল, নিপুণ আক্তার, জাহারা মিতু, জ্যোতিকা জ্যোতি, সাবরিনা সুলতানা কেয়া, সোমনুর কোনাল, ইয়ামিন হক ববি, বর্ষা ও বারিষ হক।
এসময় শাওন বলেন, বাঙালী নারী হিসেবে গহনার গুরুত্ব তো আছেই। এখানে এসে বাজুসের মূল কর্মকাণ্ড নিয়ে জেনেছি। আমার কাছে স্বর্ণের গহনা একটা ঐতিহ্যের বিষয়।
অভিনেত্রী অপু বিশ্বাস সেলিব্রেটিদের গহনা ভাবনা নিয়ে বলেন, আমার কাছে সেলিব্রেটি থেকে নারীদের গহনা ভাবনা বেশি প্রযোজ্য। সন্তান জন্মের পর স্বর্ণের জিনিস উপহার দেওয়া হয়। স্বর্ণের অলংকার একটা ঐতিহ্য ও স্মৃতি বহন করে।
ইয়ামিন হক ববি বলেন, গহনা মানেই নারী। নারীকে অলংকার ছাড়া ভাবাই যায় না। নারীকে অলংকার থেকে আলাদা করা যায় না।
নিপুণ বলেন, সৌন্দর্যের ওপরে নির্ভর করেই তো জুয়েলারি বিক্রি হয়। তাই জুয়েলারি সেল করা খুব সহজও নয়। সামনে বাজুস ফেয়ার আরও বড় পরিসরে হোক সেই কামনা করছি।
এদিকে সেলিব্রেটি গহনা ভাবনা নিয়ে জ্যোতিকা জ্যোতি বলেন, সিনেমার চরিত্র যখন করি তখন গহনা পড়তে হয়। তাই যদি বাজুস বা জুয়েলারি শিল্প সিনেমা স্পন্সরে এগিয়ে আসে তবে ভালো একটা বিষয় হবে।
কেয়া বলেন, গহনা পড়তে আমার খুবই ভালো লাগে। স্বর্ণ তো আরও ভালো লাগে। আমি বাজুস ফেয়ারের সার্বিক মঙ্গল কামনা করছি।
এ সেমিনারে সেলিব্রেটিদের গহনা ভাবনা নিয়ে আরও মতামত দেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল, জাহারা মিতু, সোমনুর কোনাল, বর্ষা, বারিষ হকসহ অনেকেই।
Leave a Reply