রাশিয়া–ইউক্রেন যুদ্ধ আরও কয়েক বছর চলার আশঙ্কা

কারও পক্ষেই এই যুদ্ধে সামরিক বিজয় অর্জন সম্ভব না–ও হতে পারে, যুদ্ধে ২ লাখ সেনা হতাহত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১০ নভেম্বর ২০২২, ৩:৩৪ অপরাহ্ণ
কারও পক্ষেই এই যুদ্ধে সামরিক বিজয় অর্জন সম্ভব না–ও হতে পারে, যুদ্ধে ২ লাখ সেনা হতাহত

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ আরও কয়েক বছর চলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে ইউক্রেনকে কৌশলী হতে পরামর্শ দিয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনীয় নেতাদের উৎসাহিত করছে, কিয়েভ যেন রাশিয়াকে ইঙ্গিত দেয় যে তারা শান্তি আলোচনায় আগ্রহী। এমনকি ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমাতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক আলোচনা চলছে।

ইউক্রেনে এক লাখের বেশি রুশ সেনা নিহত বা আহত হয়েছেন। ইউক্রেনীয় বাহিনীর হতাহতের সংখ্যাও সম্ভবত একই। যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলে গতকাল বুধবার এ কথা বলেছেন। খবর এএফপির।

মার্ক মিলে আরও বলেন, যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। রাশিয়া বা ইউক্রেন কারও পক্ষেই এই যুদ্ধে সামরিক বিজয় অর্জন সম্ভব না–ও হতে পারে।
মার্ক মিলে বলেন, প্রকৃত অর্থে সামরিক উপায়ে যে বিজয় অর্জন সম্ভব না–ও হতে পারে, বিষয়টি সব পক্ষের বুঝতে হবে। তাই যুদ্ধের অবসানে অন্য উপায় অবলম্বন করতে হবে।মার্ক মিলে বলেন, ‘এখানে…একটি সুযোগ আছে, আলোচনার একটি সুযোগ আছে।’

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উভয় পক্ষে হতাহতের যে পরিসংখ্যান মার্ক মিলে দিয়েছেন, তা স্বাধীনভাবে যাচাই করে নিশ্চিত করতে পারেনি এএফপি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আট মাসের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.