বরণ করতে উপস্থিত ছিল সর্বস্তরের মানুষ

কুষ্টিয়াবাসির ভালোবাসায় সিক্ত হলেন কৃতি ফুটবলার নিলুফা ইয়াসমিন নীলা

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১ অক্টোবর ২০২২, ১:০১ অপরাহ্ণ
কুষ্টিয়াবাসির ভালোবাসায় সিক্ত হলেন কৃতি ফুটবলার নিলুফা ইয়াসমিন নীলা

কুষ্টিয়াবাসির ভালোবাসায় সিক্ত হলেন কৃতি ফুটবলার নিলুফা ইয়াসমিন নীলা। সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য নিলুফা ইয়াসমিন নীলার এই সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করেন কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।

গত ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ জয়ের পর এই প্রথম তিনি আসলেন কুষ্টিয়াতে। তাই নানা আয়োজনে কুষ্টিয়া জেলায় দেশের এই কৃতি ফুটবলারকে বরণ করে নিয়েছে সর্বস্তরের মানুষ।

শনিবার (১ অক্টোবর) বেলা ১২টায় কুমারখালী উপজেলার মীর মোশাররফ সেতু থেকে জেলা ক্রিড়া সংস্থার পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় তাকে। পরে সুসজ্জিত গাড়ী বহরের মাধ্যমে শহর প্রদক্ষিন শেষে তাকে নেওয়া হয় জেলা শিল্পকলা একাডেমিতে। জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও ক্রিড়া সংস্থার আয়োজনে সংর্বধনা দেয় হয় কুষ্টিয়ার এই কৃতী ফুটবলারকে।
সংর্বধনা অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার খাইরুল আলম , জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার নন্দী, নারী ফুটবল দলের ম্যানেজার আফরোজা আক্তার ডিউ, নিলুফা ইয়াসমিন নীলার গর্বিত মাতা বাছিরন আক্তারসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ক্রীড়ামোদি মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে নীলা হাতে ১ লক্ষ টাকা এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

এ সময় নিলুফা ইয়াসমিন নীলা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাকে যে সম্মান দেওয়া হয়েছে তা থেকে তিনি অনুপ্রানিত হয়ে দেশের মানুষকে আরও ভালো ফুটবল খেলা উপহার দিতে পারবেন। এ সময় নীলার গর্বিত মাতা বাছিরন আক্তারকেও সংবর্ধনা দেয়া হয়।
সংর্বধনা শেষে জেলা প্রশাসনের গাড়ীতে কুষ্টিয়া পৌরসভার ১৪নং ওয়ার্ডে নিজ বাড়িতে পৌছে দেওয়া হয় সাফ শিরোপা জয়ী নারী ফুটবলার নিলুফার ইয়াসমিন নীলকে।

নানা প্রতিকুলতা অতিক্রম করে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা বিজয়ী দলের খেলোয়াড় নিলুফার ইয়াসমিন নীলা এখন কুষ্টিয়াবাসীর গর্ব ও অহংকার। ক্রীড়াঙ্গনে সাফল্য দেখানো অন্যান্যদের তালিকায় নারী খেলোয়াড় নিলার সাফল্য অর্জনের পাশাপাশি তিনি মুখ উজ্জল করেছেন কুষ্টিয়াবাসীর। কুষ্টিয়ার মাটিতে কুসংস্কার-প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে লেখাপড়ার পাশাপাশি ফুটবলে তিনি এখন সফল নারী খেলোয়াড় হিসেবে দেশব্যাপী পরিচিতি। আজ কুষ্টিয়া জেলাতে সাহসী এই নারী ফুটবলার আরো একটি নতুন ইতিহাস গড়লেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.