স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

পুলিশের প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ও র‌্যাবের ডিজি খুরশীদ হোসেন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২২ সেপ্টেম্বর ২০২২, ২:৫৬ অপরাহ্ণ
পুলিশের প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ও র‌্যাবের ডিজি খুরশীদ হোসেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ও খুরশীদ হোসেন

বর্তমান আইজিপি বেনজীর আহমেদকে অবসরে পাঠানো সংক্রান্ত প্রজ্ঞাপনের পর নতুন আইজিপি নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নিয়োগ দিয়েছে সরকার।

একই সঙ্গে র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে অতিরিক্ত আইজিপি খুরশীদ হোসেনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে তারা দায়িত্ব নেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আইজিপি হিসেবে নিয়োগ পাওয়া চৌধুরী আল মামুন বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা। তিনি গত বছরের ১৮ অক্টোবর গ্রেড-১ এ পদোন্নতি পান। চাকরির মেয়াদ পূর্ণ করে আগামী বছরের ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালে র‌্যাবের মহাপরিচালক থেকে আইজিপি হন বেনজীর আহমেদ। একইভাবে র‌্যাব থেকেই পুলিশ প্রধানের দায়িত্ব পেলেন আল-মামুন। তার আগে তিনি সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে বেনজীরের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ার কথা জানিয়ে ৩০ সেপ্টেম্বর তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.