এবারও কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন তহমিনা আফরোজা নাছরিন
কুষ্টিয়া শহরের উত্তর লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা আফরোজা নাছরিন এবারও ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। এর আগেও এই অর্জনের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনি চীন দেশ ভ্রমণ করেছেন।
কাজের স্বীকৃতি স্বরুপ জেলা প্রশাসন-২০১৯ সহ জেলা ও উপজেলা পর্যায়ে চার বার শ্রেষ্ট প্রধান শিক্ষিকা হওয়া তাহমিনা আফরোজা নাছরিন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স সহ মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করে অতঃপর বিএড ও এমএড কোর্সে প্রথম শ্রেণী লাভ করেন। এছাড়া তিনি পেশাগত সকল প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তিনি ইংরেজি বিষয়ের একজন প্রধান পরীক্ষক, মাস্টার ট্রেইনার, ইআইএ প্রশিক্ষক ও বিষয় ভিত্তিক প্রশিক্ষক।
কুষ্টিয়া শহরের পূণ্যভূমিতে জন্ম ও আমলাপাড়া এলাকায় বেড়ে ওঠা জীবনে তিনি শিক্ষকতাকে মহান পেশা হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলিষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন, উদ্যমী ও কর্ম পরায়ন একজন মানুষ। স্কুলের সকল শিক্ষার্থীদের নিজের সন্তানের মতই মনে করেন। শিক্ষার্থীরা যাতে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও মানুষের সেবা করতে পারে এটাই তাঁর স্বপ্ন।
পারিবারিক জীবনে তাঁর দুই কন্যা সাদিয়া আফরিন খান (এমবিবিএস অধ্যায়নরত) ও সামিয়া আফরিন খান মাইশা ৪র্থ শ্রেণীতে পড়ে। আর স্বামী ড. মোঃ আব্দুল কুদ্দুস খান তিনি কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।
Leave a Reply