কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যা

সাংবাদিক রুবেল হত্যার বিষয়ে জেলা পুলিশের প্রেস ব্রিফিং, আসামি ইমন আটক, পেশাগত কারণে হত্যাকান্ড হয়নি!

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২২ জুলাই ২০২২, ১২:২৮ অপরাহ্ণ
সাংবাদিক রুবেল হত্যার বিষয়ে জেলা পুলিশের প্রেস ব্রিফিং, আসামি ইমন আটক, পেশাগত কারণে হত্যাকান্ড হয়নি!

কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আজ বিকেল চারটায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার বিষয় নিয়ে জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার মো: খাইরুল আলম বলেন, ‘হত্যার সাথে জড়িত ইমরান শেখ ইমন(৩২) নামে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ তদন্তের স্বার্থে সব তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। আমার জানামতে, সাংবাদিকতা পেশার কারণে এই হত্যাকান্ড হয়নি’।

গ্রেফতার ইমরান শেখ ইমন শহরের কোর্টপাড়া এলাকার শামসুল আলম সামুর ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি ও মারামারির চারটি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকায় তার পত্রিকা অফিসে ছিলেন হাসিবুর রহমান রুবেল। তখন মুঠোফোনে একটি কল পেয়ে অফিস থেকে বের হয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। এঘটনায় কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার। এর পাঁচদিন পর ৭ জুলাই  দুপুরে কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকায় গড়াই নদী ওপর নির্মাণাধীন গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় ৮ জুলাই রাতে হাসিবুর রহমান রুবেলের চাচা মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এর আগে গত ১৫ জুলাই শুক্রবার এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার মৃত হামিদ মোল্লার ছেলে কাজী সোহান শরিফ (৪০) ও একই এলাকার মৃত খন্দকার হারুন উর রশিদের ছেলে খন্দকার আশিকুর রহমান জুয়েলকে (৩৫) র‌্যাব গ্রেফতার করে। তারা এখন কারাগারে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন