শেরে মস্তান কালেন্দরী (রাঃ) এর ৪১ তম বাৎসরিক পবিত্র ওরশ
কুষ্টিয়া মিলপাড়ায় ‘বিশ্ব মানব ধর্ম কেন্দ্রে’এক আলোচনা সভা ও প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
পীর এ কেবলা হযরত শাহ সুফি সৈয়দ নুরুল হুদা ওরফে মুসাফির মৌলায়ে শেরে মস্তান কালেন্দরী (রাঃ) এর ৪১ তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক উপলক্ষে আজ বুধবার কুষ্টিয়া পূর্বমিলপাড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শেরে মস্তান কালেন্দরী (রাঃ)এঁর প্রতিষ্ঠিত “বিশ্ব মানব ধর্ম কেন্দ্র”এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগত, সংরক্ষিত কাউন্সিলর রিনা নাছরিন, সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন খান, নূর হোসেন বুলবুল, আহম্মেদ আলী, মাজারের প্রধান খাদেম শাহ সৈয়দ কুতুব মস্তান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোহাম্মদ ওয়াহিদ রনি, গবেষক ও সাংবাদিক এস.এস.রুশদী, কবি ও সাংবাদিক নূর মোহাম্মদ রবিউল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক সূফী সাজেদুল ইসলাম ডালিম, সমাজসেবক সানি আহম্মেদ প্রমূখ।
আলোচনা সভা শেষে সকলের সম্মতিক্রমে পৌর কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগতকে সভাপতি ও মাজারের প্রধান খাদেম শাহ সৈয়দ কুতুব মস্তানকে সাধারণ সম্পাদক করে ‘বিশ্ব মানব ধর্ম কেন্দ্র’ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply