মানুষকৃত হত্যা করা ৮ টি মৃত বাচ্চাগুলোর মা কুকুরটি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়)■ এই কুকুরটির বাচ্চাগুলো ঘুমিয়ে নেই। ৮ টি বাচ্চার সবাই এখন মৃত। কারণ তাদেরকে বস্তাবন্দী করে পুকুরের পানিতে ডুবিয়ে মেরেছেন একজন “মানুষ”। আর মৃত বাচ্চাগুলোর মা কুকুরটি অবাক বিস্ময়ে মানুষের কৃতকর্ম দেখছে।
এই ঘটনা পাবনা জেলার ঈশ্বরদীতে ঘটেছে। এই কুকুর ছানাদের খাবার দিতেন সদ্য বিদায়ী ইউএনও সুবীর কুমার দাস। আর হত্যা করেছেন নিশি রহমান নাম্নী একজন নারী। তিনি ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী।
বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা জরুরি বৈঠক করেছি। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
হাসানুর রহমান নয়ন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার স্ত্রী বিরক্ত হয়ে ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। তার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি।’ অভিযুক্ত নিশি রহমান ঘটনাটি স্বীকার করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, ‘এই অমানবিক ঘটনায় প্রশাসন ব্যবস্থা নেওয়া হয়েছে।।’

























Leave a Reply