কুষ্টিয়ায় লালন মেলা-২০২২

১৫. ১৬ ও ১৭ মার্চ ফকির লালন স্মরণোৎসব

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১১ মার্চ ২০২২, ৩:৪২ পূর্বাহ্ণ
১৫. ১৬ ও ১৭ মার্চ ফকির লালন স্মরণোৎসব

মানুষ ভজলে সোনার মানুষ হবি- মহাত্মা লালন শাঁই। যিনি মানুষকে গুরু ধরার শিক্ষা দেওয়া অতঃপর মানবতার জয়গান গেয়েছেন। আগামী ১৫. ১৬ ও ১৭ মার্চ ২০২২ মহাত্মা লালন শাঁই এর স্মরণোৎসব কুষ্টিয়ায় তাঁর মাজার চত্বরে অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ২ বছর অতিবাহিত হওয়ার পর সর্বস্তরের জনগণের কাঙ্খিত বাউল সম্রাট ফকির লালন শাঁই এর স্মরণোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১৫. ১৬ ও ১৭ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ/ ০১.০২ ও ০৩ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দঃ রোজ মঙ্গল. বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬ঃ৪৫ টা থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।এছাড়া প্রতিবারের ন্যায় লালন মেলা এবং লালন সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে, রাত ভর চলবে লালন গানের আসর।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন