সেলুনের প্রত্যেক গ্রাহকই স্পেশাল

সেলুনে সোনার ক্ষুরে গোঁফদাড়ি কামাতে অভিনব পন্থা !

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৬ অপরাহ্ণ
সেলুনে সোনার ক্ষুরে গোঁফদাড়ি কামাতে অভিনব পন্থা !

ভারতের পুনে সংলগ্ন পিম্পরি চিঞ্চওয়াড় শহরে একটি সেলুন আছে নরসুন্দর অবিনাশের। তবে ব্যবসার পসার বাড়াতে তিনি বেছে নিয়েছেন অভিনব এক পন্থা।

তার দাবি, সেলুনের প্রত্যেক গ্রাহকই স্পেশাল। ফলে তাদের গোঁফদাড়ি কামাতে আস্ত একটি সোনার ক্ষুর কিনেছেন তিনি। গোঁফদাড়ি কামানোর কাজে আট তোলা ওজনের সোনার ক্ষুর ব্যবহার করার ভাবনা হইচই ফেলে দিয়েছে নেটজগতে। ফলে আচমকা প্রচারের আলোয় উঠে এসেছেন নরসুন্দর অবিনাশ।

৮০ গ্রাম ওজনের ওই সোনার ক্ষুরটি কিনতে কতো খরচ হয়েছে? এমন প্রশ্নের উত্তরে অবিনাশ জানিয়েছেন, প্রায় চার লাখ রুপি দিয়ে ওই ক্ষুর কিনেছেন তিনি। শুধু তাই নয়, তার সেলুনে যে সোনার ক্ষুর দিয়ে গোঁফদাড়ি কাটা যায়, সে কথাও ঘটা করে প্রচার করেছেন অবিনাশ।

সম্প্রতি সেলুনটির উদ্বোধনে স্থানীয় বিজেপি বিধায়ক গোপীনাথ পডবলকরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এমন প্রচারে ফল পাচ্ছেন হাতেনাতে। ধীরে ধীরে বাড়ছে অবিনাশের প্রচার।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.