সামাজিক আন্দোলন কুষ্টিয়া শাখার জরুরী সভায় শিক্ষক আবু সালেহর মুক্তি দাবি
সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪ টায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা কমিটির অন্যতম নেতা খলিলুর রহমান মজুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব কারশেদ আলম,কমরেড হাফিজ সরকার,কমরেড আশরাফুল ইসলাম, লেখক কনক চৌধুরী, অধ্যাপক ও লেখক দিলশাদ বেগম, সহকারী অধ্যাপক ও প্রক্টর রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় হাসিবুর রশিদ তামিম, অধ্যাপক নাসির উদ্দীন, এ্যাডঃ সোহেলী পারভীন ঝুমুর, লেখক মোহাম্মদ তাজউদ্দীন, সাবেক ছাত্রনেতা রাশেদ খান মেনন, সাংবাদিক প্রিতম মজুমদার, ইমাম মেহেদী, সাবেক ছাত্রনেতা সুমন আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন কুমারখালি উপজেলার কয়া গ্রামের চাইল্ড হ্যাভেন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহর বিরুদ্ধে কথিত ধর্মীয় অবমাননার অভিযোগে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ওই শিক্ষক কারান্তরিন থাকা অবস্থায় তার বাড়ীতে উগ্র সাম্প্রদায়িক জঙ্গি হামলা করে বাড়িঘর ভাংচুর ও লুটপাটসহ ওই স্কুলের শহীদ মিনার ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে শিক্ষক আবু সালেহ’র বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃস্বর্থ মুক্তি এবং স্থানীয় মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠীর যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের দাবি জানান। সভা পরিচালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফ বিশ্বাস ।
Leave a Reply