শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে ৪টি মামলা, আসামি ৪২৬ জন ও অজ্ঞাতনামা কয়েক হাজার

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৬ আগস্ট ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ণ
শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে ৪টি মামলা, আসামি ৪২৬ জন ও অজ্ঞাতনামা কয়েক হাজার

শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগে ঢাকার ৪টি থানায় আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার ঢাকার শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় মোট ৪টি মামলা দায়ের হয়। এখানে নাম উল্লেখ করে আসামী করা হয়েছে ৪২৬ জনকে। এছাড়া অজ্ঞাতনামা হিসাবে কয়েক হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে।

এরমধ্যে শাহবাগ থানায় ২০৮ জনের নাম উল্লেখ করে এবং দুই/তিন হাজার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে, পল্টন থানায় ১১৪ জনের নাম উল্লেখ করে এবং তিন/চার হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে, পল্টন থানায় ৯৮ জনের নাম উল্লেখ করে এবং দুই/তিন হাজার অজ্ঞাতনামার বিরুদ্ধে এবং বিমানবন্দর থানায় ছয় জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করা হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, মামলা দায়ের পর দুই নারীসহ ২৪৯ জন আনসার সদস্যকে ইতোমধ্যে প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হয়েছে। তারা বর্তমানে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আছেন। বিকেলে তাদের আদালতে তোলার কথা রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মো.সারোয়ার জাহান এই তথ্য নিশ্চিত করেছেন। মামলায় আসামীদের বিরুদ্ধে অবৈধভাবে দলবদ্ধ হয়ে অবরুদ্ধ ও সহিংসতায় লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে।

চাকরি স্থায়ীকরণসহ কয়েকটি দাবিতে আনসার সদস্যরা রোববার সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয় ঘেরাও করে রাখে। এসময় ভেতরে সচিবালয়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী বৈষম্যবিরোধী আন্দোলনের তিন সমন্বয়ক আটকা পড়েন। পরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দিলে হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ে পৌঁছায়। এসময় আনসার সদস্যদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.