ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

লতার প্রয়াণে যা বললেন নরেদ্র মোদি

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৬ ফেব্রুয়ারি ২০২২, ২:৫১ অপরাহ্ণ
লতার প্রয়াণে যা বললেন নরেদ্র মোদি

কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর হাসপাতালে ছিলেন ২৭ দিন। গতকাল শনিবার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আজ রোববার ভোরে তিনি প্রয়াত হন। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে ঘোষণা করা হয়েছে দুই দিনের রাষ্ট্রীয় শোক।

আজ সকাল সাড়ে ১০টায় নরেন্দ্র মোদি টুইটে লিখেছেন, ‘আমি অবর্ণনীয় রকম শোকাহত। সদয় ও শ্রদ্ধেয় লতা দিদি আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি আমাদের দেশে একটি শূন্যতা তৈরি করে গেলেন, যা পূরণ করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন বলিষ্ঠ ধারক হিসেবে মনে রাখবে, যার সুরেলা কণ্ঠ মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখত।’

আরেক টুইটে তিনি লিখেছেন, ‘লতা দিদির গান নানা রকম আবেগ তুলে ধরেছে। তিনি গত কয়েক দশক ভারতীয় চলচ্চিত্রের পরিবর্তনগুলো নিবিড়ভাবে দেখেছেন। চলচ্চিত্রের বাইরে, তিনি সর্বদা ভারতের সমৃদ্ধির ব্যাপারে উৎসাহী ছিলেন। তিনি সব সময় একটি শক্তিশালী ও উন্নত ভারত দেখতে চেয়েছিলেন।’

আরেক টুইটে তিনি লিখেছেন, ‘আমি সব সময় লতা দিদির অগাধ স্নেহ পেয়েছি, এ আমার সৌভাগ্য। তাঁর সঙ্গে আমার সম্পর্কটা অবিস্মরণীয় হয়ে থাকবে। লতা দিদির প্রয়াণে ভারতবাসীর মতো আমিও শোকাহত। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি।’

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.