কথাসাহ্যিতিক মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মোৎসব

মীর মশাররফ হোসেনের ‘জমিদার দর্পণ’ নাটক মঞ্চস্থের মধ্যদিয়ে শেষ হল অনুষ্ঠান

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৫ নভেম্বর ২০২২, ১:৩৬ পূর্বাহ্ণ
মীর মশাররফ হোসেনের ‘জমিদার দর্পণ’ নাটক মঞ্চস্থের মধ্যদিয়ে শেষ হল অনুষ্ঠান

সাহিত্যিক মীর মশাররফ হোসেন রচিত ‘জমিদার দর্পণ’ নাটক মঞ্চস্থের মধ্যদিয়ে শেষ হল দুই দিনব্যাপী অমর কথাসাহ্যিতিক মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মোৎসব।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ায় কবির বাস্তুভিটায় সোমবার রাতে নাটক মঞ্চায়নের মধ্যদিয়ে দুদিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি  হয়। বিকেল ৪টায় শুরু সমাপনী দিনের আলোচনা সভা। কবির জন্মোৎসব উপলক্ষে বর্ণাঢ্য এই অনুষ্ঠানমালার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। আলোচনা সভা শেষে কবির জন্মদিন উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন, ‘ মীর মশাররফ হোসেন ছিলেন সাম্প্রদায়িকতা বিরোধী। অন্যায়, জুলুম, অবিচারের বিরুদ্ধে তিনি লেখালেখির মাধ্যমে অসাম্প্রদায়িকতা চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছেন। মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন।’

জেলা প্রশাসনের  স্থানীয় সরকার শাখার  উপ – পরিচালক (উপ – সচিব) মো. আরিফ – উজ – জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া পুলিশ সুপার মো. খাইরুল আলম, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিনয় কুমার সরকার, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর। মূল আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার ও মীর মশাররফ হোসেনের জীবনদর্শনের উপর মূখ্য আলোচনা করেন কুষ্টিয়া বোধোদয়ের সভাপতি ও গবেষক এ্যাড. লালিম হক। রোববার দুপুরে লাঠিখেলার মধ্য দিয়ে শুরু বিষাদসিন্ধু রচয়িতা অমর কথাসাহ্যিতিক মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন