মানুষে মানুষে ভালোবাসার দিন
মানুষ বিভেদ ভুলে মানবতার জয়গান করবে- কথাসাহিত্যিক সেলিনা হোসেন
আজ ফাগুনের ১ তারিখ আর ইংরেজি মাসের ১৪ ফেব্রুয়ারি । এই দিনে ফাগুনকে উদযাপনের পাশাপাশি ভ্যলেন্টাইন’স ডে পালন করা হয়। অনেকেই তাকে ভালোবাসা দিবস বলে থাকে। আমি বলি মানবতার দিন। মানুষে মানুষে ভালোবাসার দিন। এ দিনে মানুষ বিভেদ ভুলে মানবতার জয়গান করবে। সমাজকে সুন্দর করবে। শিক্ষা ভাষা আনন্দ সংস্কৃতি সবকিছু মিলিয়ে আমাদের ভালোবাসার বড় একটি জায়গা তৈরি হবে। জীবনকে আমি এভাবেই দেখি। পহেলা ফাল্গুন এবং ভ্যলেন্টাইন’স ডে সেই শুভ বার্তা নিয়ে আসুক প্রতিবছর।
বসন্ত ঋতুর সূচনার দিন। বসন্ত আমাদের জাগ্রত করে। আমরা বসন্ত ভালবাসি। এই বসন্তকালেই আমাদের ভাষার মাস ।এ মাসের ২১শে ফেব্রুয়ারি দেশের মেধাবি প্রাণগুলি নিজের বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করেছিল। ২১শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। কাজেই শুধু পহেলা ফাল্গুন অথবা ভ্যলেন্টাইন’স ডে নয়, ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস হিসেবে পালিত হয়। বাংলা একাডেমি সে উপলক্ষে প্রতিবছর বইমেলা আয়োজন করে থাকে।
পহেলা ফাল্গুন যেন সেই আয়োজনে বাড়তি সৌন্দর্য যুক্ত করে। হলুদ শাড়ি গাঁদা ফুলের মালা পড়ে তরুনীরা যখন বইমেলা বাংলা একাডেমি ঘুরে বই কিনে একজন কথাসাহিত্যিক হিসেবে ওদের দেখে আমি নিজেও খুব পুলক অনুভব করি। তারুণ্যের এই উদ্দীপনা আমাকে মোহিত করে।
পহেলা ফাল্গুন ও ভালোবাস দিবসে সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা।
লেখকঃ সেলিনা হোসেন, কথাসাহিত্যিক ও সভাপতি, বাংলা একাডেমি।
Leave a Reply