কুষ্টিয়া পৌরসভার আলহাজ্ব মজিবর রহমান মিলনায়তনে
বিশিষ্ট সমাজসেবক ও রেমিটেন্স যোদ্ধা জয় নেহালের সংবর্ধনা অনুষ্ঠিত
কুষ্টিয়া পৌরসভার আলহাজ্ব মজিবর রহমান মিলনায়তনে জয় নেহাল সংবর্ধনা কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা কমিটির যুগ্ম সম্পাদক ড. আমানুর আমানের পরিচালনায় অনুষ্ঠিত হয় আমেরিকা প্রবাসী মানবসেবার নিয়োজিত জয় নেহালের সংবর্ধনা অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক এবং থানাপাড়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জননেতা আজগর আলী। তিনি বলেন, ” মনের পশুত্ব বর্জন করে মানবিক গুণাবলির অধিকারী হতে হবে সমাজের সকল মানুষকে, নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায়দের পাশে তাদের সেবায় নিয়োজিত হবে। জয় নেহালের পরিকল্পনা, পরিশ্রম ও অর্থায়নে গড়ে ওঠা জয় নেহাল মানবিক ইউনিটের উত্তরোত্তর সফলতা কামনা করছি, এগিয়ে যাক”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডীন ও কেন্দ্রীয় বঙ্গবন্ধুর পরিষদের কেন্দ্রীয় আইন সম্পাদক প্রফেসর ড. শাহজাহান মণ্ডল, কুষ্টিয়া বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান বাবু, ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরফিন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা খন্দকার সাবেক ছাত্রনেতা ইকবাল মাহমুদ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও কুষ্টিয়া ফিল্ম সোসাইটির উপদেষ্টা ড. বাকী বিল্লাহ বিকুল, কুষ্টিয়া ডায়বেটিক হাসপাতালের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান টলিন। উক্ত অনুষ্ঠানে বক্তারা সবাই জয় নেহালের সামাজিক কর্মকান্ড ও বিভিন্ন সামাজিম উদ্যগে পৃষ্ঠপোষকতার ভুয়সী প্রশংসা করেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কবি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুন্দরম ললিত কলা একাডেমির প্রতিষ্ঠাতা কনক চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মুসাদ্দেক হোসেন মনি, তরুণ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক, সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক, দৈনিক কুষ্টিয়ার সহসম্পাদক অ্যাড. মুহাইমিনুর রহমান পলল, বৃহত্তর কুষ্টিয়া ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ পরিষদের মহাসচিব এস. এস. রুশদী, থানাপাড়া স্পোর্টিং ক্লাবের প্রস্তাবিত সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়াবিদ নকীব হাসান মান্তু, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন কুষ্টিয়া ইউনিটের অ্যাম্বাসেডর সাবিনা ইয়াসমিন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃ-কর্মীবৃন্দ।
Leave a Reply