বিপিএলে ‘নতুন কিছু’ করতে চান সাকিব

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২০ জানুয়ারি ২০২২, ৩:০৭ অপরাহ্ণ
বিপিএলে ‘নতুন কিছু’ করতে চান সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শুরু হবে শুক্রবার। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। আজ (বৃহস্পতিবার) শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেয় ৩ আসর পর বিপিএল খেলয়ে আসা দলটি। বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, চ্যাম্পিয়ন হতে চাপ নিচ্ছেন না তিনি। সঙ্গে বিপিএল সামনে রেখে অনুশীলনে নতুনত্ব আনতে চান সাকিব।

সংবাদ মাধ্যমকে সাকিব বলছেন, ‘মাঝে মাঝে নতুন নতুন কিছু চেষ্টা করি যদি মনে হয় যে আমার সাহায্য হচ্ছে কোন কিছুতে সেটা ধরে রাখার চেষ্টা করি। আর যদি মনে হয় যে ভালো কিছু হচ্ছে না, তখন পরিবর্তন করি। এতো টেকনিক্যাল বলাটা কঠিন।’

সাকিবের নতুনত্ব কিছুটা টেকনিকে। নেটে বল করার সময় খুব বেশি রানআপ নিচ্ছেন না এই অলরাউন্ডার। সাকিবের ‘নতুন কিছু’র প্রয়োগ দেখা যেতে পারে বিপিএলে। বোলিংয়ে নতুনত্ব আনলেও শিরোপা চাপ নিচ্ছেন না।

সাকিব বলেন, ‘ওরকম কোন চাপ আমার কখনোই মনে হয়নি। এখনো মনে হচ্ছে না। যেটা বললাম যে ৬ দলই চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য খেলতে চায়। আমরাও তার ব্যতিক্রম না, যদি হতে পারি ভালো। কিন্তু না হতে পারলেও তেমন কিছু করার থাকবে না, তবে আমরা যেটা করতে পারি মাঠে আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করতে পারি। একটা দল হিসেবে খেলতে পারি, সাকসেসটা আনার জন্য যা যা করা দরকার করতে পারি।’

সঙ্গে যোগ করেন সাকিব, ‘প্রত্যাশা তো সবগুলো দলেরই আছে। যারা এই টুর্নামেন্টে আছে সব দলেরই আসলে প্রত্যাশা আছে। আর সবাই যেহেতু প্রফেশনাল প্লেয়ার তাদের নিজেদেরও নিজেদের উপর প্রত্যাশা আছে যে এখানে ভালো করার তাগিদ সবারই থাকে।’

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.