বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন নারী ফুটবলাদের খাবারের বিষয়ে যা বললেন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১২ আগস্ট ২০২৫, ২:১২ পূর্বাহ্ণ
বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন নারী ফুটবলাদের খাবারের বিষয়ে যা বললেন

বাফুফের ক্যাম্পে নারী ফুটবলার কি খাওয়ানো হয়? একজন ফুটবলারের প্রয়োজনীয় পুষ্টি কি থাকে সেই খাবারে? এ নিয়ে মাঝেমধ্যেই নানা মন্তব্য দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে আবার অভিযোগ করেন মেয়েদের পাঙ্গাস মাছ খাওয়ানো হয়।

এ প্রসঙ্গে সোমবার বিকেলে কথা বলেছেন বাফুফের সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। দুটি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে তোলা মেয়েদের থাকা-খাওয়া, ট্রেনিংসহ নানা সুযোগ-সুবিধা প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে কিরণ বলেন, ‘অনেকেই বলেন, আমরা নাকি মেয়েদের পাঙ্গাস মাছ খাওয়াই। তবে পরিস্কার বলছি, মেয়েদের পাতে কখনো পাঙ্গাস দেই না।’

মেয়েদের কি ধরণের খাবার দেওয়া হয়? নারী ফুটবলারদের কি পুষ্টিহীনতা আছে? জবাবে কিরণ বলেছেন, ‘পুষ্টিহীনতার কথায় আমি একমত না। বাফুফের ডরমেটরিতে যে খাবার দেওয়া হয়, তা পুষ্টিবিদ দিয়ে ডায়েট চার্ট করা। অনেকেই বলেন আমরা এখানে পাঙ্গাশ মাছ খাওয়াই। একদিনও পাঙ্গাস মাছ খাওয়ানো হয় না। বেশিরভাগ সময় রুই মাছ থাকে। থাকে মুরগি, গরু, খাসি ও ডিম। মেয়েরা খেতে চাইলে ইলিশ ও পাবদা দেওয়া হয়। ক্যাম্পে তো এমন খাবারই দেওয়া হয়। কেন মিথ্যা প্রচার করা হয়?’

কিরণের যুক্তি, ‘মেয়েরা যদি ঠিকমত খেতেই না পারেন তাহলে তো আর শক্তি থাকবে না। ৯০ মিনিট খেলতেই পারবে না। ওরা তো ৯০ মিনিট একই ছন্দে খেলে থাকে। না খেয়ে কি খেলে? পাঙ্গাস মাছ খেয়ে কি খেলে? না, তাদের পুষ্টি আমরা নিশ্চিত করি। তবে এটা ঠিক, ছোটবেলা থেকে তাদের যে অভ্যাস সেটা তো আমরা কাটাতে পারব না।’

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.