মিয়ানমারে নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৫ আগস্ট ২০২২, ২:৪২ অপরাহ্ণ
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। রোহিঙ্গাদের উপর চালানো মিয়ানমারের গণহত্যার ৫ বছর পূর্তি উপলক্ষে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। বর্তমানে মিয়ানমারে যে পরিস্থিতি তাতে রোহিঙ্গারা নিরাপদে সেখানে ফিরে যেতে পারবে না। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে ও অন্যান্য অঞ্চলে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ১৭০ কোটি ডলার মানবিক সহায়তা দিয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিস্তৃত জরুরি মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ ও আশপাশের অন্যান্য অঞ্চলে থাকা রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন উল্লেখযোগ্যভাবে বাড়াতে কাজ করছি। যেন যুক্তরাষ্ট্রে তারা নতুনভাবে তাদের জীবন গড়তে পারে। তবে কবে ও কতজন রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে এ বিষয়ে কিছু জানাননি তিনি।

মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নিতে থাকে রোহিঙ্গা জনগোষ্ঠী। বর্তমানে বাংলাদেশে ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে।

এদিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছে। তবে এখনো তা কার্যকর হয়নি। মিয়ানমার এতদিনেও রোহিঙ্গাদের ফিরিয়ে না নেওয়ায় হতাশ জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.