বটতৈল ইউনিয়নে কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিক্যাল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ (কালপুরুষ) এর উদ্যোগে বটতৈল ইউনিয়ন পরিষদের খাজানগর এলাকায় অবস্থিত মেডিল্যাব ডায়গনস্টিক সেন্টারে শুত্রবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অ্যাড. মোঃ মুহাইমিনুর রহমান পলল এর সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান ডা. চঞ্চল মাহমুদ এর পরিচালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতৈল ইউনিয়নের পরিষদের সাবেক সদস্য, প্রবীণ সমাজসেবক ও জনপ্রতিনিধি মোফাজ্জেল হক মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের সিনিয়র সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. এনামুল হক। উক্ত কর্মসূচিতে দিনব্যাপী বৃদ্ধ, শিশু ও তরুণ বিভিন্ন বয়সের প্রায় শতাধিক স্থানীয় নাগরিকদের ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের সহ প্রতিষ্ঠাতা মিনহাজ উদ্দিন শিমুল, কোরবান শেখ হিল্লোল, গড়াই ক্রীড়া সংসদের চেয়ারম্যান নকীব হাসান মান্তু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল ইকবাল মৌসুম, দপ্তর সম্পাদক নাদিমুজ্জামান তনু, কার্যনির্বাহী সদস্য তুহিন খান, মানিক হোসেনসহ প্রমুখ।
কর্মসূচি চলাকালীন এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সামাজিক সহযোগিতা হিসেবে মৌবন কুষ্টিয়ার পরিচালক জনাবা শাফিনা আনজুম জনির পক্ষ থেকে আয়োজক এবং চিকিৎসকদের জন্য খাদ্যসামগ্রী প্রদান করা হয় সকাল ও দুপুরে।
উল্লেখ্য যে কুষ্টিয়া সদর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড গুলোতে পর্যায়ক্রমে কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে এবং মেডিল্যাব ডায়গনস্টিক সেন্টারের সহযোগিতায় দুস্থ, নিপীড়িত ও অসহায় নাগরিকদের চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজনের মূল উদ্দেশ্য।
Leave a Reply