প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হলেন কুষ্টিয়ার আল মামুন মুর্শেদ জয়
কুষ্টিয়ার আল মামুন মুর্শেদ জয়’কে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী কমিশনার মো. তোফাজ্জল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।
তিনি ২০০২ সালে ২০তম বিসিএসে সিভিল প্রশাসনে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে দীর্ঘদিন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক পদেই দায়িত্ব পালন করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী যতদিন তার পদ অলংকৃত করবেন অথবা আল মামুন মুর্শেদ জয়কে তাঁর একান্ত সচিব-২ রাখার ইচ্ছা পোষণ করবেন ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।
এর আগে, গত বছর ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে তিনি পদোন্নতি পান। তিনি এই একই কার্যালয়ে পরিচালকের (যুগ্মসচিব) দায়িত্ব পালনের পাশাপাশি দেশের জেলা-উপজেলায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
আল-মামুন মুর্শেদ জয় কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বিশ্বাসের মেজো ছেলে।
Leave a Reply