পুনাক কুষ্টিয়া’র উদ্যোগে ঈদ পরবর্তী আনন্দ মেলা ও মানবিক কার্যক্রমের আয়োজন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৫ জুলাই ২০২২, ২:১৫ পূর্বাহ্ণ
পুনাক কুষ্টিয়া’র উদ্যোগে ঈদ পরবর্তী আনন্দ মেলা ও মানবিক কার্যক্রমের আয়োজন

পুলিশ নারী কল্যাণ সমিতি কুষ্টিয়া’র উদ্যোগে পুনাক সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৪ জুলাই ২০২২) পবিত্র ঈদ উল আযহা ২০২২ উপলক্ষে ঈদ পরবর্তী আনন্দ মেলা ও মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। কুষ্টিয়া পুনাকের মানবিক কার্যক্রম গুলো ছিল হরিপুর প্রতিবন্ধী স্কুলের ২ জন শারীরিক প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং ২০ জন বাক প্রতিবন্ধী ছাত্রীদের মাঝে হরলিক্স বিতরণ, মোমেনা খাতুন এতিমখানার ১০ জন ছাত্রীদের মাঝে থ্রিপিস বিতরণ এবং সমাজের দুস্থ ও অসহায় ৩০ জন মায়েদের মাঝে শাড়ী বিতরণ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ফৌজিয়া আলম, সহধর্মিনী, মাননীয় সংসদ সদস্য, কুষ্টিয়া-৩। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মহোদয়ের কেক কাটার মাধ্যমে উপস্থিত সকলেই ঈদ পরবর্তী আনন্দে মেতে উঠেন। প্রধান অতিথি তার বক্তব্যে পুনাক কুষ্টিয়ার এ রকম মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং পুনরায় এ ধরনের কাজে অংশ গ্রহণ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), কুষ্টিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শারিরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং এতিম, অসহায়, দুস্থ্য মহিলা, ছাত্র ও ছাত্রীদের মাঝে শাড়ি, থ্রিপিস ও হরলিক্স বিতরণ করেন মিসেস্ ফৌজিয়া আলম, সহধর্মিনী, মাননীয় সংসদ সদস্য, কুষ্টিয়া-৩। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব দিলরুবা আলম, সভানেত্রী, পুনাক, কুষ্টিয়া (সহধর্মিণী, পুলিশ সুপার কুষ্টিয়া)

এসময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ (সহধর্মিণী সদ্য পদন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান), মোমিনা খানম, দপ্তর সম্পাদিকা (সহধর্মিণী, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি), আনিতা আশরাফী দিবা, দপ্তর সম্পাদিকা (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ), তাসনীম পাকিজা (সহধর্মিণী, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল), সৈয়দা রেশমা খানম, ইন্সপেক্টর, নারী প্রত্যয়ী, সাংবাদিক আফরোজা আক্তার ডিউ, বিএফইউজে’র সহ-সভাপতি, ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.