পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র ইস্যুতে সুর পাল্টিয়েছেন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৪ নভেম্বর ২০২২, ২:০০ পূর্বাহ্ণ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র ইস্যুতে সুর পাল্টিয়েছেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান যুক্তরাষ্ট্র ইস্যুতে সুর পাল্টিয়েছেন। ভবিষতে সহযোগিতারভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে অপসারণের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে উল্লেখ করেছেন সাবেক এই ক্রিকেটার। রোববার (১৩ নভেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ৯ এপ্রিল পাকিস্তানের সংসদে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীদল। এতে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হয় ইমরান খানকে। এ জন্য তিনি শাহবাজ শরিফ ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।

ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বর্তমান সম্পর্ক প্রভু বনাম দাসদের মতো। তবে এর জন্য আমি পাকিস্তানের বর্তমান সরকারকে দোষারোপ করতে চাই, যুক্তরাষ্ট্রকে নয়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের পূর্বাঞ্চলে চলমান লংমার্চে নেতৃত্ব দেওয়ার সময় ইমরান খানের গাড়িবহরে গুলি চালানো হয়। এতে ইমরান খানসহ আরও ৭ জন আহত হন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.